মহারাষ্ট্র-গুজরাত নয়, পশ্চিমবঙ্গই প্রথম পছন্দ, রাজারহাটে অফিস খুলছে জার্মান সংস্থা Wienstroth

Last Updated:

Germany-based Wienstroth Wärmebehandlungstechnik GmbH in Kolkata: রাজারহাটে প্রথম অফিস-সহ সহায়ক সংস্থা Wienstroth Furnaces India Private Limited প্রতিষ্ঠার ঘোষণা করল কোম্পানি।

Wienstroth Wärmebehandlungstechnik GmbH announces the launch of Indian Subsidiary in Kolkata
Wienstroth Wärmebehandlungstechnik GmbH announces the launch of Indian Subsidiary in Kolkata
কলকাতা: জার্মান সংস্থা Wienstroth Wärmebehandlungstechnik GmbH এবার কলকাতায়। রাজারহাটে প্রথম অফিস-সহ সহায়ক সংস্থা Wienstroth Furnaces India Private Limited প্রতিষ্ঠার ঘোষণা করল কোম্পানি। বড় শিল্পের জন্য পশ্চিমবঙ্গ সবদিক থেকে উপযুক্ত। তাই মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাতের বদলে এই রাজ্যকে তাঁরা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন Wienstroth-এর কর্তারা।
অগাস্টে ইন্দো জার্মান চেম্বার অফ কমার্সে আয়োজিত ইস্টার্ন রিজিয়ন মেম্বার্স মিট-এই কলকাতায় সহযোগী সংস্থা স্থাপনের ঘোষণা করেছিলেন Wienstroth-এর কর্তারা। ২২ নভেম্বর, শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা আনুষ্ঠানিকভাবে শুরু হল।
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja, Cabinet Minister for Industries, Commerce and Enterprises, Government of West Bengal), জার্মানির কলকাতা কনস্যুলেটের কনস্যুল জেনারেল মিসেস বারবারা ভস, ইন্দো-জার্মান চেম্বার অব কমার্সের রিজিওনাল ডিরেক্টর মিস্টার টম রেইনার, Wienstroth Wärmebehandlungstechnik GmbH-এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার থমাস উইঙ্কেলহোফার, কো-ম্যানেজিং ডিরেক্টর মিসেস Ingrid Bünker-Volmer, টেকনিক্যাল ডিরেক্টর মিস্টার বেনেডিক্ট শোফস, প্লান্ট ডিরেক্টর মিস্টার ম্যাক্স বোস্ক্যাম্প, Wienstroth Furnaces India Pvt Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দেবাশিস মুখোপাধ্যায় এবং মিস্টার জয়দীপ আলেকজান্ডার।
advertisement
স্টিল হিট খাতে Wienstroth Wärmebehandlungstechnik GmbH-এর জগত জোড়া খ্যাতি। দেশ-বিদেশে তাদের ক্লায়েন্ট ছড়িয়ে রয়েছে। ভারতে বল বেয়ারিং শিল্পের জন্য ইতিমধ্যেই তারা ১০টি ফার্নেস স্থাপন করেছে। এই নতুন সহায়ক সংস্থা ভারতের হিট ট্রিটমেন্ট খাতে বিশেষ করে বেয়ারিং খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
advertisement
অনুষ্ঠানে Wienstroth Wärmebehandlungstechnik GmbH- এর ম্যানেজিং ডিরেক্টর থমাস উইঙ্কেলহোফার বলেন, “উদ্ভাবন এবং গুণমানই Wienstroth-এর মূল ভিত্তি। আমাদের নতুন সহযোগী সংস্থা অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত পদ্ধতিতে সর্বোত্তম হিট ট্রিটমেন্ট পরিষেবা প্রদান করবে। পশ্চিমবঙ্গ সরকার এবং সমস্ত অংশীদারের কাছে আমরা কৃতজ্ঞ।”
Wienstroth Furnaces India Private Limited-এর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, “Wienstroth Furnaces India Private Limited-এর প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের হিট ট্রিটমেন্ট খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগের সূচনা হল। পশ্চিমবঙ্গে আমাদের উপস্থিতি শিল্প প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে, সহযোগিতাকে উৎসাহিত করবে এবং উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করবে। রাজ্যের প্রতিভাবানরা সহযোগি সংস্থার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৌশলগত অবস্থানের কারণে সমগ্র ভারত এবং পার্শ্ববর্তী বাজারেও নির্বিঘ্নে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সরবরাহে ঘাটতি হবে না।”
advertisement
Wienstroth Furnaces India Private Limited-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জয়দীপ আলেকজান্ডারের কথায়, “নতুন এই সহযোগী সংস্থা ভারতের বাজারে Wienstroth-এর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি এবং শিল্প বিকাশে অবদান রাখবে। এটি ভারত এবং জার্মানির মধ্যে প্রতিশ্রুতিময় অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে, যা টেকসই প্রবৃদ্ধি এবং পারস্পরিক সাফল্যের জন্য কাজ করবে।”
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মহারাষ্ট্র-গুজরাত নয়, পশ্চিমবঙ্গই প্রথম পছন্দ, রাজারহাটে অফিস খুলছে জার্মান সংস্থা Wienstroth
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement