Changes From 1st August: আগামিকাল সকাল থেকে বদলে যাব এই বড় পাঁচটি নিয়ম, সরাসরি জীবনে ব্যাপক প্রভাব
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Changes From 1st August: গ্রাহকদের জন্য অত্যন্ত বড় খবর অগাস্ট মাসে প্রায় ১৮দিন ব্যাঙ্ক বন্থ থাকবে
#নয়াদিল্লি: ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করা হয় সেক্ষেত্রে বড়সড় বিপদে পড়তে হবে ৷ ১ অগাস্ট থেকে জরিমানার সঙ্গে আইটিআর করতে হবে ৷ যদি করদাতার করযোগ্য আয় ৫ লাখের বেশি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে লেট ফাইন হিসাবে ১ হাজার টাকা দিতে হবে ৷ যদি ট্যাক্সেবেল আয় লক্ষ টাকা বা তার থেকে বেশি সেক্ষেত্রে লেটফাইন দিতে হবে ৫ হাজার টাকা ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার লব্যার্থীদের ইকেওয়াসি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২২, ১ অগাস্ট থেকে কৃষকেরা আর e-KYC আর জমা দিতে পারবেন না ৷
৩১ জুলাই পর্যন্ত e-KYC জমা না দিলে ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ এই জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ekyc জমা দিতে হবে ৷ যদি ব্যাঙ্ক অফ বরোদায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে (BOB) সেক্ষেত্রে মনে রাখতে হবে ১ অগাস্ট থেকে চেকের নিয়মকানুন পরিবর্তিত হতে চলেছে ৷ ব্যাঙ্কের গাইড লাইন অনুসারে জানতে পারা গিয়েছে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ১ অগাস্ট থেকে ৫ লক্ষ টাকা বা তার থেকে বেশি অ্যামাউন্টের চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করা হয়েছে ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের চেক সংক্রান্ত তথ্য এসএমএস , নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে দিতে হবে ৷ প্রতি মাসের এক তারিখে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়ে থাকে ৷ এই মাসে অর্থাৎ অগাস্টেও এমন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এইবার ঘরোয়ার সঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হতে পারে ৷ ২০ থেকে ৩০ টাকা সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি হবে ৷ গতবার বাণিজ্যেক রান্নার গ্যাসের দাম সস্তা হয়েছিল ৷
advertisement
অন্যদিকে ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বিমা ফসল যোজনা (PMFBY) লাভ পেতে গেলে ফসলের বিমা করতে হবে ৷ নাম নথিভুক্ত করার শেষদিন ৩১ জুলাই ২০২২ এরপরে কোনও রেজিস্ট্রেশনই গ্রাহ্য হবেনা ৷ ফলত বেশ কিছু মানুষ বঞ্চিত হতে পারেন ৷
advertisement
রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইনে করা যেতে পারে ৷ এইবার অগাস্টে মহরম (Muharram), রাখিপূর্ণিমা (Raksha Bandhan), স্বাধীনতা দিবস (Independence Day), জন্মাষ্টমী (Janmashtami), গণেশ চতুর্থীর মত উৎসব রয়েছে ৷ এই কারণেই আলাদা আলাদা রাজ্য মিলিয়ে অগাস্টে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
Location :
First Published :
July 31, 2022 5:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes From 1st August: আগামিকাল সকাল থেকে বদলে যাব এই বড় পাঁচটি নিয়ম, সরাসরি জীবনে ব্যাপক প্রভাব