PM Kisan: প্রতি মাসে পেয়ে যাবেন পেনশন, করতে হবে শুধু একটা কাজ!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কারা পাবেন এই যোজনার সুবিধা ?
#নয়াদিল্লি: দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্য একাধিক যোজনার ঘোষণা করেছে মোদি সরকার ৷ এই যোজনাগুলিতে নাম মাত্র টাকা খরচা করলে বিপুল লাভ করতে পারবেন কৃষকরা ৷ এরকমই একটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা (PM mandhan yojana) ৷ এটি কেন্দ্র সরকারের একটি পেনশন যোজনা ৷ ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে ৷
এই যোজনায় কৃষকরা যত টাকা প্রিমিয়াম দেবেন তত টাকায় সরকারের তরফে দেওয়া হবে ৷ ন্যূনতম ৫৫ এবং অধিকতম ২০০ টাকা প্রিমিয়াম দিতে হতে পারে এই স্কিমে৷ যোজনার চলাকালীন কেউ পলিসি বন্ধ করে দিতে চাইলে জমা টাকা ও সুদ কৃষকদের দিয়ে দেওয়া হবে ৷ কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন ৷
advertisement
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme) যোজনায় রেজিস্টার্ড কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট দিতে হবে না ৷ কিষান সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনায় প্রিমিয়াম দিতে পারবেন ৷ ফলে কৃষকদের নিজের পকেট থেকে এই যোজনার জন্য টাকা দিতে হবে না ৷
advertisement
advertisement
কারা পাবেন এই যোজনার সুবিধা ?
- কিষান মানধন যোজনার লাভ ১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক নিতে পারবেন
- এর জন্য আপনার কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমিতে থাকতে হবে
- কমপক্ষে ২০ বছর ও অধিকতম ৪০ বছর পর্যন্ত ৫৫ টাকা থেকে ২০০ টাকা মাসে প্রিমিয়াম দিতে হবে ৷ কত টাকা প্রিমিয়াম দিতে হবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপরে ৷
- ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে
- ৩০ বছর বয়স হলে ১১০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে
- ৪০ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ২০০ টাকা প্রিমিয়াম
- মোদি সরকারের এই যোজনার লাভ পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী সকল কৃষকরা পাবেন ৷ পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের কেন্দ্র সরকার কিষান ক্রেডিট কার্ড ও মানধান যোজনার সুবিধা দিচ্ছে
advertisement
Location :
First Published :
September 05, 2021 9:17 AM IST