হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
PM Kisan: প্রতি মাসে পেয়ে যাবেন পেনশন, করতে হবে শুধু একটা কাজ!

PM Kisan: প্রতি মাসে পেয়ে যাবেন পেনশন, করতে হবে শুধু একটা কাজ!

কারা পাবেন এই যোজনার সুবিধা ?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্য একাধিক যোজনার ঘোষণা করেছে মোদি সরকার ৷ এই যোজনাগুলিতে নাম মাত্র টাকা খরচা করলে বিপুল লাভ করতে পারবেন কৃষকরা ৷ এরকমই একটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা (PM mandhan yojana) ৷ এটি কেন্দ্র সরকারের একটি পেনশন যোজনা ৷  ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে ৷

এই যোজনায় কৃষকরা যত টাকা প্রিমিয়াম দেবেন তত টাকায় সরকারের তরফে দেওয়া হবে ৷ ন্যূনতম ৫৫ এবং অধিকতম ২০০ টাকা প্রিমিয়াম দিতে হতে পারে এই স্কিমে৷ যোজনার চলাকালীন কেউ পলিসি বন্ধ করে দিতে চাইলে জমা টাকা ও সুদ কৃষকদের দিয়ে দেওয়া হবে ৷ কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন ৷

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme) যোজনায় রেজিস্টার্ড কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট দিতে হবে না ৷ কিষান সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনায় প্রিমিয়াম দিতে পারবেন ৷ ফলে কৃষকদের নিজের পকেট থেকে এই যোজনার জন্য টাকা দিতে হবে না ৷

কারা পাবেন এই যোজনার সুবিধা ?

  1. কিষান মানধন যোজনার লাভ ১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক নিতে পারবেন
  2. এর জন্য আপনার কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমিতে থাকতে হবে
  3. কমপক্ষে ২০ বছর ও অধিকতম ৪০ বছর পর্যন্ত ৫৫ টাকা থেকে ২০০ টাকা মাসে প্রিমিয়াম দিতে হবে ৷ কত টাকা প্রিমিয়াম দিতে হবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপরে ৷
  4. ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে
  5. ৩০ বছর বয়স হলে ১১০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে
  6. ৪০ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ২০০ টাকা প্রিমিয়াম
  7. মোদি সরকারের এই যোজনার লাভ পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী সকল কৃষকরা পাবেন ৷ পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের কেন্দ্র সরকার কিষান ক্রেডিট কার্ড ও মানধান যোজনার সুবিধা দিচ্ছে
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Pension scheme, PM Mandhan Yojona