#নয়াদিল্লি: দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্য একাধিক যোজনার ঘোষণা করেছে মোদি সরকার ৷ এই যোজনাগুলিতে নাম মাত্র টাকা খরচা করলে বিপুল লাভ করতে পারবেন কৃষকরা ৷ এরকমই একটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা (PM mandhan yojana) ৷ এটি কেন্দ্র সরকারের একটি পেনশন যোজনা ৷ ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে ৷
এই যোজনায় কৃষকরা যত টাকা প্রিমিয়াম দেবেন তত টাকায় সরকারের তরফে দেওয়া হবে ৷ ন্যূনতম ৫৫ এবং অধিকতম ২০০ টাকা প্রিমিয়াম দিতে হতে পারে এই স্কিমে৷ যোজনার চলাকালীন কেউ পলিসি বন্ধ করে দিতে চাইলে জমা টাকা ও সুদ কৃষকদের দিয়ে দেওয়া হবে ৷ কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme) যোজনায় রেজিস্টার্ড কৃষকদের এই যোজনার জন্য আলাদা করে আর ডকুমেন্ট দিতে হবে না ৷ কিষান সম্মান নিধি যোজনা থেকে পাওয়া টাকা থেকেই মানধন যোজনায় প্রিমিয়াম দিতে পারবেন ৷ ফলে কৃষকদের নিজের পকেট থেকে এই যোজনার জন্য টাকা দিতে হবে না ৷
কারা পাবেন এই যোজনার সুবিধা ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pension scheme, PM Mandhan Yojona