Facebook-Jio Deal| Jio ও Facebook-র চুক্তিতে এবার পাড়ার ছোট মুদির দোকানগুলির দেদার বিক্রি বাড়বে! কী ভাবে?

Last Updated:

তিনি বলেন, 'জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের ৩ কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করবে৷'

#মুম্বই: হাতের মুঠোয় আস্ত মুদিখানার দোকান! অনলাইন মুদিখানায় JioMart এই মুহূর্তে দেশের একটি সুবিশাল নাম৷ এ বার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে ফেসবু-জিও চুক্তির (Facebook-Jio Deal) পরে৷ বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর৷ হকার, ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার WhatsApp-কে কাজে লাগানো যাবে৷ এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ৷
বুধবারই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত চুক্তি ফেসবুক-জিও চুক্তি৷ এই চুক্তির আওতায় রিলায়েন্স রিটেল-ও রয়েছে৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের ই-কমার্স ক্ষেত্রে JioMart নিয়ে আসে রিলায়েন্স৷
advertisement
চুক্তি অনুযায়ী, স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷ রেজিস্টার হয়ে গেলে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে তাঁরা অর্ডার পাবেন৷ জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে৷ ফলে ছোট মুদির দোকান, হকার বা ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়াতে পারবেন অনায়াসেই৷ বর্তমানে তাঁদের খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ৷ জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন৷
advertisement
এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ? হোয়াটসঅ্যাপ-এরও ব্যবসা আরও বাড়বে৷ ভারতে তাঁদের ইউজার বাড়বে৷ প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন৷ ভারতে আরও ব্যবসা বাড়বে হোয়াটসঅ্যাপ-এর৷ ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ-এর প্ল্যাটফর্মকেই ভরসা করবেন৷
এ দিন ফেসবুক-এর সঙ্গে চুক্তির পরে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি বলেন, 'ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে অন্যমাত্রা দিতে ও প্রতিটি ভারতবাসীর উপকারের জন্য ফেসবুক-এর সঙ্গে এই চুক্তিতে রিলায়েন্স আরও সমৃদ্ধ হল৷ এই দীর্ঘনেয়াদী সম্পর্ক জারি থাকবে৷ জিও ও ফেসবুক-এর এই গাঁটছড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ভারতের স্বপ্নকে আরও বাস্তব রূপ দেবে৷ এই চুক্তির দুটি উদ্দেশ্য, সহজ ভাবে বাঁচা ও সহজ ভাবে ব্যবসা করা৷'
advertisement
তিনি বলেন, 'জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের ৩ কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করবে৷'
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Facebook-Jio Deal| Jio ও Facebook-র চুক্তিতে এবার পাড়ার ছোট মুদির দোকানগুলির দেদার বিক্রি বাড়বে! কী ভাবে?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement