মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে কীভাবে যুক্ত করা যাবে ? জানাবে Elon Musk-র সংস্থা
Last Updated:
#মুম্বই: পৃথিবী এখন আর আগের সেই পৃথিবীতে নেই। প্রতি মুহুর্তে পৃথিবী ছাড়িয়ে যাচ্ছে নিজেকে। ১ মিনিট আগের পৃথিবী আর ১ মিনিট পরের পৃথিবীর মধ্যে বিস্তর ফারাক। আমাদের বাসগৃহ এই পৃথিবীতে চলছে আবিষ্কার ও কর্মচাঞ্চল্যের এক মহোৎসব। ছেলে বড় হবে, চাকরি করে টাকা কামাবে এই প্রথাগত ধারণা এখন বদলেছে। প্রথাগত ধারণার বাইরে এসে জাকারবার্গ, স্টিভ জবস, সের্গেই ব্রিন এবং এলেন মাস্ক সহ অনেকের মতো বিজ্ঞানের মানুষজন তাঁদের চমক লাগানো সব আইডিয়া দিয়ে পৃথিবীর পুরো স্ট্রাকচারই পরিবর্তন করে দিচ্ছে। এলন মাস্ক সেই ধারারই একজন মানুষ। পৃথিবীর ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি ক্ষমতা শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের হাতে থাকলেও নতুন দিনের এই পার্শ্বনায়কেরাই হয়ে উঠছেন আগামী পৃথিবীর প্রচ্ছদচিত্র। তাদের হাত ধরেই প্রযুক্তিগত উৎকর্ষতা পাচ্ছে নতুন মাত্রা। জীবন ধারণে, জীবন যাপনে আসছে বৈচিত্র্যের ছোঁয়া।
Tesla-র প্রতিষ্ঠাতা এবং সিইও এলন মাস্কের স্টার্টআপ সংস্থা Neuralink এবার তৈরি করছে হাই-ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেসেস ৷ যা হয়তো এতদিন কোনও সায়েন্স ফিকশন ছবিতেই শুধুমাত্র দেখা গিয়েছিল ৷ এর মাধ্যমে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটরকে যোগ করা সম্ভব হবে ৷ এলন মাস্কের এই সংস্থার প্রচার খুব একটা কখনই হয়নি ৷ আগামী ১৬ জুলাই স্যান ফ্র্যন্সিসকোতে একটা ইভেন্টে এব্যাপারে কতদূর এগোনো সম্ভব হয়েছে, তা সংস্থার তরফে জানানো হবে ৷ Neuralink-এর তরফে জানানো হয়েছে, ‘ আমাদের আগামী মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠান রয়েছে ৷ যেখানে এর সম্পর্কে জানানো হবে, যে গত দু’বছরে এই কাজে কতদূর এগনো সম্ভব হয়েছে ৷ অনলাইনেও এই অনুষ্ঠানের কিছু আসন রিজার্ভের জন্য রাখা হয়েছে ৷ ’
advertisement
We're having an event next Tuesday in San Francisco to share a bit about what we've been working on the last two years, and we’ve reserved a few seats for the internet. Apply here: https://t.co/1VQsv4gAA4
— Neuralink (@neuralink) July 11, 2019
advertisement
advertisement
একটি মেডিক্যাল রিসার্চ সংস্থা হিসেবেই ২০১৬-তে আত্মপ্রকাশ হয়েছিল নিউরালিঙ্কের ৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক হাই-প্রোফাইল নিউরোসায়েন্টিস্টকেই এই সংস্থায় নিয়োগ করা হয়েছিল ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2019 3:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে কীভাবে যুক্ত করা যাবে ? জানাবে Elon Musk-র সংস্থা