#কলকাতা: প্রতিযোগিতার বাজার। প্রতি দিন বাড়ছে খরচও। ফলে পাল্লা দিয়ে এডুকেশন লোন (Education Loan) বা শিক্ষা ঋণের চাহিদাও বাড়ছে। একটা সময় ছিল যখন ঋণ বা লোন করার কথা বলেলেই মধ্যবিত্ত বাঙালির বুকে কাঁপুনি ধরে যেত। কিন্তু এখন সময় পাল্টেছে। আজকাল মধ্যবিত্ত বাঙালি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইএমআই-সহ বিভিন্ন ঋণে অভ্যস্ত হয়ে উঠেছে। স্বাভাবিক ভাবেই শিক্ষা ঋণ নিয়েও বাঙালির মনের বাধা দূর হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের পর যে কোনও প্রোফেশনাল কোর্সে ভর্তি হতে অনেক সময়েই প্রচুর টাকার প্রয়োজন হয়। সন্তানকে বাইরে পড়াতে গেলে চাই ভালো অর্থের জোগান। যা অনেক মধ্যবিত্ত পরিবারেই থাকে না। ফলে সেই সব সময়েই দরকার পড়ে এডুকেশন লোনের। প্রযুক্তি বা কারিগরি শিক্ষার পাশাপাশি মূল ধারার পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষা ঋণ পাওয়া যায়। একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত পারিবারিক আয়ের উপর ঋণ পাওয়া বা না-পাওয়ার বিষয়টি আর নির্ভর করে না। অর্থাৎ এডুকেশন লোন পাওয়া এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: গাড়ি ঋণ বেছে নেওয়ার সময় কী করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়?
তবে করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ। অনলাইনেই চলছে পড়াশোনা। ফলে শিক্ষা ঋণের ক্ষেত্রে আবেদনের সংখ্যা কিছুটা কমেছে। বিভিন্ন ব্যাঙ্ক মারফত এমনটাই জানা গিয়েছে। এডুকেশন লোনে আবেদনের সংখ্যা সব চেয়ে কম তামিলনাড়ুতে। তবে করোনা আবহ ধীরে ধীরে কাটছে। ফের খুলছে স্কুল-কলেজ। স্বাভাবিক ছন্দে ফিরছে পঠনপাঠন। এ বার ফের শিক্ষা-ঋণের ক্ষেত্রে জোয়ার আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দেখে নেওয়া যাক, কারা পাবেন এডুকেশন লোন!
আরও পড়ুন: হোম লোনের ক্ষেত্রে সুদের হার কী ভাবে ক্যালকুলেট করা হয়?
যে কোনও ভারতীয় নাগরিকই শিক্ষা ঋণ পেতে পারেন। প্রবাসী ভারতীয় অথবা ভারতে বসবাসরত বিদেশি নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, বিদেশে জন্ম গ্রহণকারী ভারতীয় পিতা-মাতার সন্তান যে এ দেশে পড়াশোনা করতে আগ্রহী, এমন ব্যক্তিও ভারতীয় ব্যাঙ্ক থেকে শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারেন। তবে যে পাঠ্যক্রমের জন্য ঋণের আবেদন করা হচ্ছে, তাতে সুযোগ পাওয়ার প্রমাণ হিসেবে এবং লোন পেতে কিছু প্রয়োজনীয় ব্যক্তিগত নথিপত্র (Documents) ব্যাঙ্কের কাছে জমা দিতে হবে। এখন দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
আরও পড়ুন: বাজারে কত ধরনের ক্রেডিট কার্ড পাওয়া যায় এবং সেগুলি কী কী?
তবে প্রতিটা ব্যাঙ্কের নিয়মও ভিন্ন। তাই কিছু তারতম্য হতে পারে। কোন প্রকল্পে ঋণ নেওয়া হচ্ছে, সেই অনুযায়ী বাড়তি কিছু নথি প্রয়োজন হয়। ঋণের আবেদনের সময়ই সেটা সংশ্লিষ্ট ব্যাঙ্কই গ্রাহককে বলে দেবে। সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, প্রতিটি ব্যাঙ্কেই স্বীকৃত প্রতিষ্ঠানের তালিকা রয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউজিসি ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এবং ডাক্তারি পড়ার ক্ষেত্রে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর স্বীকৃতি দরকার হয়। বিদেশের ক্ষেত্রেও সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র এবং আন্তর্জাতিক মান ও স্বীকৃতি সম্পর্কে বিশদে খোঁজখবর নেওয়া দরকার। তা হলেই ব্যাঙ্কের ঋণ পাওয়া সম্ভব হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Loan