Budget 2024: বদল আসতে পারে ‘ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্স’-এ! অন্যান্য দেশে কত নেওয়া হয়? রইল বিস্তারিত

Last Updated:

Budget 2024: আসন্ন কেন্দ্রীয় বাজেটে ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্সের নিয়মে পরিবর্তনের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন।


বদল আসতে পারে ‘ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্স’-এ! অন্যান্য দেশে কত নেওয়া হয়? রইল বিস্তারিত
বদল আসতে পারে ‘ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্স’-এ! অন্যান্য দেশে কত নেওয়া হয়? রইল বিস্তারিত
আসন্ন কেন্দ্রীয় বাজেটে ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্সের নিয়মে পরিবর্তনের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন। বর্তমানে বিভিন্ন সম্পদের উপর মূলধন লাভ করের হার ভিন্ন। সম্পদ ধরে রাখার সময়কালও আলাদা। বিশেষজ্ঞরা বলছেন, মূলধন লাভ করের নিয়ম এক হওয়া উচিত। এই বিষয়ে অন্যান্য দেশে কী নিয়ম?
ফ্রান্সে মূলধন লাভের উপর ৩০ শতাংশ কর দিতে হয়: ট্যাক্স কনসালটেন্সি ফার্ম PwC-এর ডেটা অনুযায়ী, ভারতে মূলধন লাভ কর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমেরিকা এবং ইংল্যান্ডের মতো কিছু দেশের সঙ্গে তুলনা করলে প্রায় সমান।
নরওয়েতে আবার মূলধন লাভের উপর ব্যক্তিগত আয়করের হারে ট্যাক্স দিতে হয়। ফ্রান্সে মূলধন লাভের উপর করের হার ৩০ শতাংশ। এর সঙ্গে উচ্চ আয়ের ব্যক্তিদের উপর ৪ শতাংশ হারে এক্সসেপশনাল ট্যাক্স আরোপ করা হয়।
advertisement
advertisement
ভারতে মূলধন লাভ করের নিয়ম: ভারতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ইউনিটের উপর স্বল্প মেয়াদি মূলধন লাভের উপর ১৫ শতাংশ হারে কর দিতে হয়। এর হোল্ডিং পিরিয়ড ১২ মাস। আবাসিক সম্পত্তি এবং তালিকাবিহীন কোম্পানির শেয়ারের ক্ষেত্রে স্বল্প মেয়াদি মূলধন লাভের হোল্ডিং পিরিয়ড হল ২৪ মাস। হোল্ডিং পিরিয়ড ৩৬ মাসের বেশি হলে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর প্রযোজ্য হয়। এক্ষেত্রে সরকারী সিকিউরিটিজের উদাহরণ দেওয়া যেতে পারে।
advertisement
ডেট মিউচুয়াল ফান্ডের উপর মূলধন লাভ কর: ভারতে দীর্ঘমেয়াদি মূলধন লাভে কোনও সূচক ছাড়াই ১০ শতাংশ হারে কর নেওয়া হয়। তবে এক বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধন লাভ সম্পূর্ণ করমুক্ত। ডেট মিউচুয়াল ফান্ডের উপর দীর্ঘমেয়াদি মূলধন লাভে কর প্রযোজ্য। আবাসিক সম্পত্তির উপর দীর্ঘমেয়াদি মূলধন লাভে ২০ শতাংশ হারে কর দিতে হয়।
advertisement
চিনে ২০ শতাংশের ফ্ল্যাট রেট: মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ মাসের কম সময়ে কোনও সম্পত্তি থেকে লাভ করলে কর দিতে হয়। তবে মূলধন লাভে আয়ের গ্রেডেশন ব্যবস্থা রয়েছে। এর আওতায় ৪৪,৬২৫ ডলারের কম মূলধন লাভের উপর কোনও কর দিতে হয় না।
advertisement
৪,৯২,৩০০ ডলারের উপর আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হয়। চিনে ২০ শতাংশের ফ্ল্যাট রেটে কর ধার্য করা হয়। যাইহোক, সাংহাই, শেনজেন এবং বেইজিং স্টক এক্সচেঞ্জের শেয়ারের স্থানান্তরকে মূলধন লাভ কর থেকে রেহাই দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2024: বদল আসতে পারে ‘ক‍্যাপিট‍্যাল গেইনস ট‍্যাক্স’-এ! অন্যান্য দেশে কত নেওয়া হয়? রইল বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement