Budget 2021: ১৯৯৯-র পর বাজেট পেশের দিন সবচেয়ে বেশি বাড়ল সেনসেক্স,হুড়মুড়িয়ে বাড়ল ‘এই’ শেয়ারগুলি

Last Updated:

সেনসেক্সের বাজারে বড় উত্থান৷

#নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) সোমবার লোকসভায় ২০২১-২২ -র সাধারণ বাজেট  (Budget 2021) পেশ করেন৷ এই বাজেট পেশের সময় একাধিক বড় ঘোষণা করেন৷ বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে বড় লাফ দেখা গেছে৷ ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷
সেনসেক্স বন্ধ হয় ৪৮,৬০০.৬১ পয়েন্টে৷  বিএসই ইনডেক্স পাঁচ শতাংশ ওপরে বন্ধ হয়৷ সেনসেক্স প্রায় ২৩০০ পয়েন্টে অর্থাৎ ৪৮,৬০০.৬১ স্তরে বন্ধ হয়েছে৷ নিফটি  ৬৪৬.৬০ অঙ্ক অর্থাৎ ৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০ স্তরে বন্ধ হয়েছে৷ বিইসি -র সমস্ত সেক্টরে কেনাবেচা খুব ভালো হয়েছে৷
১৯৯৯ সালে ৫.১৩ শতাংশ বেড়েছিল সেনসেক্স৷ তারপর শেয়ার বাজারে বাজেট পেশের পর এত বড় লাফ এই প্রথমবার হল৷ এর আগে ১৯৯৯ সালে সেনসেক্সের পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল৷ তার আগে ১৯৯৭ সালে বিএসই (BSE) ইনডেক্স ৬.৫ শতাংশ বেড়েছিল৷ কেনাবেচার দরুণ সেনসেক্স এক সময় ৪৮, ৭৬৪.৪০ অঙ্ক দিনের উচ্চতম স্তরে পৌঁছেছিল৷ শেষে ২,৩১৪.৮৪ অঙ্ক অর্থাৎ পাঁচ শতাংশ বেড়ে ৪৮,৬০০.৬১ অঙ্কে বন্ধ হয়৷ এইভাবে এনএসই -র নিফটি ৬৪৬.৬০ অঙ্কে অর্থাৎ ৪.৭৪ শতাংশ বেড়ে ১৪,২৮১.২০ অঙ্কে বন্ধ হয়৷
advertisement
advertisement
সেনসেক্স কোম্পানিদের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank) ১৪ শতাংশ লাভ হয়৷ এছাড়াও আইসিআইসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসর্ভ, এসবিআই, এল অ্যান্ড টি, এইচ ডি এফসি -র শেয়ারেও তেজি এসেছে৷ অন্যদিকে ডক্টর রেড্ডি, টেক মহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পড়েছে৷ শেয়ারবাজারের ব্যবসায়ীরা বলেছে বিশ্ববাজারে তেজি থাকায় দেশের শেয়ার বাজারে তেজি এসেছে৷ বাজেটে বুনিয়াদি শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে জোর দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2021: ১৯৯৯-র পর বাজেট পেশের দিন সবচেয়ে বেশি বাড়ল সেনসেক্স,হুড়মুড়িয়ে বাড়ল ‘এই’ শেয়ারগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement