Bank Of India: ৮.৩০% সুদের হারে মিলছে গৃহঋণ! ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফারে দারুণ লাভের সুযোগ

Last Updated:

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এল সেরা কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট। ভারতের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘স্টার হোম লোন’-এর ক্ষেত্রে মাত্র ৮.৩০ শতাংশ সুদের এই হার বহাল হবে।

৮.৩০% সুদের হারে মিলছে গৃহঋণ! ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফারে দারুণ লাভের সুযোগ
৮.৩০% সুদের হারে মিলছে গৃহঋণ! ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফারে দারুণ লাভের সুযোগ
কলকাতা: ভারতের ব্যাঙ্কগুলিতে ক্রমশ বাড়ছে ঋণের উপর প্রদত্ত সুদের হার। আর তারই ফলে মধ্যবিত্ত নাগরিকের কপালে চিন্তার ভাঁজ। বিশেষত গৃহঋণে প্রদত্ত সুদের হার বাড়ায় অনেকেই চিন্তিত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একাধিক বার রেপো রেট বাড়ানোর ফলেই প্রায় সমস্ত ব্যাঙ্কে বাড়ানো হয়েছে সুদের হার।
এই পরিস্থিতিতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এল সেরা কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট। ভারতের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘স্টার হোম লোন’-এর ক্ষেত্রে মাত্র ৮.৩০ শতাংশ সুদের এই হার বহাল হবে। ফলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এই হারে গৃহ ঋণের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় মাত্র ৭৫৫ টাকা সুদের হার শুরু হবে। গ্রাহকেরা অন্য ব্যাঙ্কে চলা তাদের গৃহঋণ বদলে  ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিম গ্রহণ করতে পারেন। গৃহঋণের ক্ষেত্রে গ্রাহক একটি অতিরিক্ত সুবিধা পাবেন। সাধারণ মানুষ তিনটি সুবিধা পেয়ে থাকেন—কম সুদের হার, সহজ লিক্যুয়িডিটি এবং কর ছাড়।
advertisement
advertisement
এই অফারটি যে কোনও জমি ক্রয় বা নতুন গৃহ নির্মাণ, পুরনো বা নতুন ফ্ল্যাট কিনতে কিংবা একটি বর্তমান ফ্ল্যাট বা আবাস গৃহ সংস্কারের জন্য নেওয়া যেতে পারে।
তবে মনে রাখতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘স্টার হোম লোন’ ৩০ বছর পর্যন্ত মেয়াদে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ এই সময়কালের মধ্যেই তা শোধ করতে হবে। এই অফারে গ্রাহকের পরিশোধ ক্ষমতার সামঞ্জস্য রক্ষার জন্য ঋণের মেয়াদে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন ইএমআই বিকল্পও দিচ্ছে। এ ক্ষেত্রে প্রি-পেমেন্ট বা পার্ট-পেমেন্টের জন্য কোনও রকম ক্ষতিপূরণ দিতে হয় না। ঋণগ্রহীতারা পরিশোধিত সুদ এবং কিস্তিতে কর ছাড় পেতে পারেন। শুধু গৃহ ঋণ নয়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব ধরনের ঋণের অনুমতি দিয়ে থাকে। গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নানা ধরনের সুবিধা দেয় ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক।
advertisement
এ সব ঋণের অন্যতম হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টপ-আপ এবং ফার্নিচার লোন। অফারটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত কার্যকরী শাখা থেকে পাওয়া যেতে পারে। খুব সহজ এবং সময়োপযোগী অনুমোদন প্রক্রিয়ায় গ্রাহককে ঋণ দান করা হয়ে থাকে।
advertisement
বিশদে জানতে https://www.bankofindia.co.in/homeloan এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে, অথবা সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Of India: ৮.৩০% সুদের হারে মিলছে গৃহঋণ! ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফারে দারুণ লাভের সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement