Ola, Uber Can Now Charge Double: যাত্রীদের জন্য ' দুঃসংবাদ'! দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে ওলা, উবরের মতো অ্যাপ ক্যাবগুলি, কপালে ভাঁজ পড়ল তো? নিয়ম জানুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সুতরাং, যদি কোনও যাত্রার মূল ভাড়া ১০০ টাকা হয়, তাহলে ক্যাব সরবরাহকারীদের সর্বনিম্ন ৫০ টাকা চার্জ করতে হবে এবং তারা সার্জ প্রাইসিংয়ের অধীনে সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত নিতে পারে।
নয়াদিল্লি: কারও পৌষমাস, কারও সর্বনাশ! এখন থেকে ব্যস্ত সময়ে বা জরুরি পরিস্থিতিতে দ্বিগুণ পর্যন্ত ভাড়া হাঁকতে পারবে অ্যাপ ক্যাবগুলি। পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকায় তুমুল শোরগোল গোটা দেশজুড়ে। সুতরাং, যদি কোনও যাত্রার মূল ভাড়া ১০০ টাকা হয়, তাহলে ক্যাব সরবরাহকারীদের সর্বনিম্ন ৫০ টাকা চার্জ করতে হবে এবং তারা সার্জ প্রাইসিংয়ের অধীনে সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত নিতে পারে। যানবাহন বিভাগের জন্য মূল ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে রাজ্য সরকার।
দফতর- (MORTH) সূত্রে খবর, এত দিন মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করা যেত। কিন্তু ১ জুলাই নির্দেশিকাতে বলা হয়েছে, মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাওয়া যাবে। কিন্তু দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ দাবি করা যাবে। ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাকে। মূল ভাড়া নির্ধারণ করবে রাজ্যসরকার।
advertisement
advertisement
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পিকআপ পয়েন্ট ক্যাবের অবস্থান থেকে তিন কিলোমিটারের কম হলে, কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য চার্জ করা হবে না। যে ক্ষেত্রে দূরত্ব ৩ কিলোমিটারের বেশি, সে ক্ষেত্রে ভাড়া কেবল পিকআপ থেকে ড্রপ-অফ পর্যন্ত প্রযোজ্য হবে। প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সংশোধিত নির্দেশিকাগুলি বাস্তবায়ন করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বুকিং নিশ্চিত হওয়ার পর যদি কোনও যাত্রী বুকিং বাতিল করেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ ফি (যা ১০০ টাকার বেশি নয়) আদায় করা যেতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 8:31 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ola, Uber Can Now Charge Double: যাত্রীদের জন্য ' দুঃসংবাদ'! দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে ওলা, উবরের মতো অ্যাপ ক্যাবগুলি, কপালে ভাঁজ পড়ল তো? নিয়ম জানুন