Rice Price Hike: রত্না-মিনিকেট বা বাঁশকাঠি, সব চালের দাম বাড়ল কিলোতে ৮-১০ টাকা! হঠাৎ এত দাম বাড়ল কেন? গুরুতর কারণ

Last Updated:

Rice Price Hike: যে রাজ্য ধানের ভাণ্ডার, সেই রাজ্যেই চালের দাম ঊর্ধ্বমুখী! সবজির অগ্নি মূল্যের পর চালের চড়া দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের। ব্যবসায়ীদের আশঙ্কা আগামী দিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

+
সব

সব চালের দাম বাড়ল কিলোতে

জলপাইগুড়ি: যে রাজ্য ধানের ভান্ডার, সেই রাজ্যেই চালের দাম ঊর্ধ্বমুখী! সবজির অগ্নিমূল্যের পর চালের চড়া দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের। ব্যবসায়ীদের আশঙ্কা আগামীদিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে। কিন্তু কেন এমন পরিস্থিতি? কী বলছেন ব্যবসায়ীরা? প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। আগে ৫৫ টাকা কেজি দামে যে চাল পাওয়া যেত, এখন তা ৬২ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
দোকানদারদের মতে, এই বাড়তি দাম মূলত দক্ষিণবঙ্গে সঠিকভাবে চাল উৎপাদন না হওয়ার কারণে বর্ষায় ধান নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এক লাফে কেজি প্রতি ১০ টাকা দাম বাড়ানোর পর, মিনিকেট, রত্না, বাঁশকাঠি, গোবিন্দ ভোগ-সব ধরনের চালই এখন মহার্ঘ্য। বাজারে এই অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখে ক্রেতাদের মধ্যে বাড়ছে অস্বস্তি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খুব খুব সাবধান…! শরীরে এই ৫ লক্ষণের একটিও নেই তো? থাকলে কিন্তু মারণ ক্যানসার হতে পারে
মিনিকেট চাল এখন ৬০-৬২ টাকা, রত্না চাল ৫০ টাকা, বাঁশকাঠি চাল ৮০ টাকা, এবং গোবিন্দভোগ ১০০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই দামে বাজার আরও ঊর্ধ্বমুখী হবে। এমন পরিস্থিতিতে, মধ্যবিত্তদের মাথায় হাত পড়ছে, এবং চালে দাম বাড়ানোর ফলে তাঁদের পকেটও ক্রমেই সঙ্কুচিত হচ্ছে।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rice Price Hike: রত্না-মিনিকেট বা বাঁশকাঠি, সব চালের দাম বাড়ল কিলোতে ৮-১০ টাকা! হঠাৎ এত দাম বাড়ল কেন? গুরুতর কারণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement