Agriculture Success: এপ্রিল মাসে রোপণ করুন এই ৩ ফসল, ধনী হতে লাগবে মাত্র ৪০ দিন

Last Updated:

গ্রীষ্মকালে সবুজ শাকসবজির দাম বৃদ্ধি কৃষকদের জন্য লাভজনক সাব্যস্ত হতে পারে। কৃষকরা এপ্রিল মাসে নির্দিষ্ট কিছু সবুজ শাকসবজি চাষ করলে গ্রীষ্মকালে এবং বিশেষ করে বর্ষায় ভাল আয় করতে পারেন।

Agriculture
Agriculture
কলকাতা: দেশের অর্থনীতির ভিত্তিই কৃষি, সভ্যতা আমাদের কৃষিনির্ভর। তবে, এই কাজ বেশ সময়সাপেক্ষ। মাটি তৈরি করা, বীজ বপন করা, জল সেচ করা- ধাপে ধাপে অনেক পথ পেরিয়ে তবে পরিশ্রমের ফসল হাতে আসে।
কিছু সবজি অবশ্য তাড়াতাড়ি ফলন দেয়। যেমন, কৃষকরা এপ্রিলের প্রথম সপ্তাহে বেগুন, ঢেঁড়স ও করলার চাষ শুরু করতে পারেন। এই তিনটি সবজিই গ্রীষ্ম ও বর্ষায় কৃষকদের ভাল উৎপাদন দেবে। শুধু তাই নয়, গরমে বাজারে সবুজ শাক-সবজির আনাগোনা কমে যায়। যার কারণে কৃষকরা এর থেকে ভাল দাম পেতে পারেন।
গ্রীষ্মকালে বাজারে সবুজ শাক-সবজি বড় একটা ওঠে না। যার কারণে আকাশছোঁয়া হয় গ্রিন ভেজেটেবলের দাম। অনেক সময় দাম এত বেড়ে যায় যে, সবুজ শাকসবজি মানুষের রান্নাঘরের বাজেট নষ্ট করে দেয়।
advertisement
advertisement
গ্রীষ্মকালে সবুজ শাকসবজির দাম বৃদ্ধি কৃষকদের জন্য লাভজনক সাব্যস্ত হতে পারে। কৃষকরা এপ্রিল মাসে নির্দিষ্ট কিছু সবুজ শাকসবজি চাষ করলে গ্রীষ্মকালে এবং বিশেষ করে বর্ষায় ভাল আয় করতে পারেন।
জেলা উদ্যানপালন আধিকারিক ড. পুনিত কুমার পাঠক জানান, কৃষকরা এপ্রিলের প্রথম সপ্তাহে ঢেঁড়স, করলা এবং বেগুন লাগাতে পারেন। এই তিনটি ফসলই কৃষকদের ভাল উৎপাদন দেবে এবং এর থেকে ভাল লাভ করা সম্ভব।
advertisement
বাজারে সব সময়ই ঢেঁড়সের চাহিদা থাকে এবং চাষিরা ভাল দামও পান, কিন্তু এপ্রিল মাসে ঢেঁড়স ফলানোর সময় কৃষকদের শুধুমাত্র উন্নত মানের বীজ বেছে নেওয়া উচিত। এক একর ঢেঁড়স রোপণ করতে ৫ থেকে ৬ কেজি বীজের প্রয়োজন হয়। কৃষকরা ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ঢেঁড়সের ফলন পেতে শুরু করবেন।
গরমের মরশুমে করলার চাহিদা আরও বেড়ে যায়। কৃষকরা এপ্রিল মাসে করলা রোপণ করলে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে তা বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। করলা চাষের জন্য মাঠ ভালভাবে প্রস্তুত করতে হবে। এর জন্য উন্নত মানের বীজ নির্বাচন করতে হবে। বীজ শোধনের পর করলা বপন করতে হবে। মনে রাখতে হবে, ক্ষেত থেকে যাতে ভাল ভাবে জল নিষ্কাশন হয়, সে জন্য করলা চাষের ক্ষেত্রে শুধুমাত্র ড্রিপ সেচের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করতে হবে।
advertisement
কৃষকরা এপ্রিল মাসেও বেগুন চাষ করতে পারেন। কয়েকদিনের মধ্যেই বেগুন ফলে যায়। ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফলন শুরু করে। বেলে দোআঁশ মাটি বেগুন চাষের জন্য উত্তম বলে বিবেচিত হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture Success: এপ্রিল মাসে রোপণ করুন এই ৩ ফসল, ধনী হতে লাগবে মাত্র ৪০ দিন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement