Banana Cultivation: এই কলা চাষ করলেই রাতারাতি মালামাল! একটি কাঁদির দৈঘ্য ৪ ফুট

Last Updated:

সাধারণ জাতের কলায় যেখানে কাঁদিতে ৬০ থেকে ১২০টি কলা পাওয়া যায়, সেখানে উচ্চফলনশীল এ জাতের কলায় এক কাধি থেকে ২৫০ থেকে ৩০০টি  ফলন পাওয়া য়ায়। 

+
কলার

কলার কাঁদি নিয়ে ব্যস্ত চাষি

বসিরহাট: একটি কলার কাঁদির দৈঘ্য ৪ ফুট, উন্নত প্রজাতির চাষে আয়ের সুযোগ। আর চিরাচরিত কলা চাষ অনুযায়ী চাষ নয়। এবার উন্নত প্রজাতির কলা চাষে লাভের দিশা দেখতে পারেন। এক একটি কলার কাঁদির দৈর্ঘ্য প্রায় চার ফুট।
একটি কাঁদিতে কলা ফলে আছে প্রায় আড়াইশো থেকে ৩০০ টি। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত জি-৯ জাতের উচ্চ ফলনশীল কলা চাষ করে সাড়া ফেলেছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের কল বাড়ি এলাকায় এক সময়ের বায়ো-সায়েন্সের ছাত্র অরবিন্দ মণ্ডল বাড়িতেই রোপন করেছেন এই ধরনের কলা গাছ।
advertisement
advertisement
জাতের কলার ফলন বেশি, সুস্বাধু । তাই এ জাতের কলা চাষ করে অধিক লাভবান হতে পারেন কৃষকরা। সাধারণ জাতের কলায় যেখানে কাঁদিতে ৬০ থেকে ১২০টি কলা পাওয়া যায়, সেখানে উচ্চফলনশীল এই জাতের কলায় এক কাঁদি থেকে ২৫০ থেকে ৩০০টি কলার ফলন পাওয়া য়ায়। শুরুতে এটি দেখতে সবুজ হলেও পাকার পর হলুদ রংয়ের হয়। যা দেখতে সাগর কলার মত। এটি বেশি দিন সংরক্ষণ করা যায়।
advertisement
জেলায় জি-৯ জাতের উচ্চফলনশীল জাতের কলা চাষ অনেকটাই নতুন। এ কলা চাষ খুব লাভজনক। চারা সংগ্রহ থেকে শুরু করে জমি প্রস্তত করে একটি বার চারা রোপন করলেই ব্যাস। এই প্রজাতির গাছে তেমন রোগ বালাই হয়না। তবে একটু উঁচু স্থানে এই প্রজাতির কলা গাছ রোপন করা ভাল।
advertisement
অরবিন্দ বাবু জানান, পরীক্ষামূলকভাবে বাড়িতে কয়েকটি চারা গাছ লাগালে ভালো ফলন পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে কলা চাষ করবেন বলে জানান তিনি। পাশাপাশি এই ধরনের কলা চাষ করে অনেক বেকার যুবকও স্বনির্ভর হতে পারবেন।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Banana Cultivation: এই কলা চাষ করলেই রাতারাতি মালামাল! একটি কাঁদির দৈঘ্য ৪ ফুট
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement