রিলায়েন্স রিটেলে আস্থা অব্যাহত, চার সপ্তাহের মধ্যে এল মোট ৩৭,৭১০ কোটি বিনিয়োগ

Last Updated:

রিলায়েন্স রিটেল দেশের সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, সর্ববৃহৎ এবং সবথেকে বড় রিটেল বিজনেস চেন৷

#মুম্বই: রিলায়েন্সের রিটেল ব্যবসায় বিদেশি বিনিয়োগ অব্যাহত৷ এবার রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা করল আবু ধাবি ইনভেস্টমেন্ট অথোরিটি-র অধীনস্ত একটি সংস্থা৷ মোট ৫৫১২.৫ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছে তারা৷
এই বিনিয়োগের ফলে Reliance Retail Ventures Limited (RRVL)-এর ১.২ শতাংশ অংশিদারিত্ব হাতে পাচ্ছে ADIA৷ এর ফলে দেশের সর্ববৃহৎ রিটেল ব্যবসায়িক সংস্থার প্রি মানি ইক্যুইটি ভ্যালু ৪.২৮৫ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছল৷ সর্বশেষ এই বিনিয়োগের ফলে সিলভার লেক, কেকেআর, জেনারেল অ্যাটলান্টিক, মুডাবালা, জিআইসি, টিপিসি এবং এডিআইএ-এর মতো বিশ্বের অগ্রণী সংস্থাগুলি গত চার সপ্তাহেরও কম সময়ে রিলায়েন্সের রিটেল ব্যবসায় মোট ৩৭,৭১০ কোটি টাকা বিনিয়োগ করল৷
advertisement
advertisement
এডিআইএ-র বিনিয়োগ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, 'ADIA-এর বর্তমান বিনিয়োগ এবং ধারাবাহিক সমর্থনে আমরা খুবই খুশি এবং বিশ্ব জুড়ে গত চার দশকে তারা যেভাবে সম্পদ সৃষ্টি করেছে তার সুবিধেও আমরা পাব৷ এডিআইএ-এর এই বিনিয়োগ রিলায়েন্স রিটেলের পারফরম্যান্স এবং ব্যবসার ক্ষেত্রে সবার উন্নতি এবং বৈপল্বিক পরিবর্তনের জন্য যে মডেল নিয়ে আসা হয়েছে, তার ক্ষমতার প্রতি আস্থারই প্রকাশ৷'
advertisement
রিলায়েন্স রিটেল দেশের সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, সর্ববৃহৎ এবং সবথেকে বড় রিটেল বিজনেস চেন৷ সারা দেশে রিলায়েন্স রিটেলের প্রায় ১২০০ স্টোরে ৬৪ কোটি মানুষ ভিড় করেছেন৷ করোনা অতিমারির মধ্যেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রির উপরে জোর দিয়েছিল রিলায়েন্স রিটেল৷ একই সঙ্গে JioMart লঞ্চ করা হয়৷ যার ফলে ওয়ালমার্টের ফ্লিপকার্ট এবং আমাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স রিটেল৷ সম্প্রতি অনলাইন ওষুধ ডেলিভারি সংস্থা নেটমেডস-এর অধিকাংশ অংশিদারিত্ব ৬২০ কোটি টাকার বিনিময়ে হাতে নিয়েছে রিলায়েন্স৷
advertisement
এডিআইএ-এর প্রাইভেট ইক্যুইটিস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হামাদ শাহওয়ান আলধাহেরি বলেন, 'ভারতে রিটেল ব্যবসায় অন্যতম অগ্রণী সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে রিলায়েন্স রিটেল৷ ডিজিটাল এবং সরাসরি পণ্য সরবরাহের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের জায়গা আরও মজবুত করার পথ সুনিশ্চিত করেছে রিলায়েন্স৷ এশিয়ার বিভিন্ন বাজারের অগ্রণী সংস্থাগুলিতে বিনিয়োগ করার আমাদের যে পরিকল্পনা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা এই বিনিয়োগ করেছি৷'
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স রিটেলে আস্থা অব্যাহত, চার সপ্তাহের মধ্যে এল মোট ৩৭,৭১০ কোটি বিনিয়োগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement