রিলায়েন্স রিটেলে আস্থা অব্যাহত, চার সপ্তাহের মধ্যে এল মোট ৩৭,৭১০ কোটি বিনিয়োগ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রিলায়েন্স রিটেল দেশের সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, সর্ববৃহৎ এবং সবথেকে বড় রিটেল বিজনেস চেন৷
#মুম্বই: রিলায়েন্সের রিটেল ব্যবসায় বিদেশি বিনিয়োগ অব্যাহত৷ এবার রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা করল আবু ধাবি ইনভেস্টমেন্ট অথোরিটি-র অধীনস্ত একটি সংস্থা৷ মোট ৫৫১২.৫ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছে তারা৷
এই বিনিয়োগের ফলে Reliance Retail Ventures Limited (RRVL)-এর ১.২ শতাংশ অংশিদারিত্ব হাতে পাচ্ছে ADIA৷ এর ফলে দেশের সর্ববৃহৎ রিটেল ব্যবসায়িক সংস্থার প্রি মানি ইক্যুইটি ভ্যালু ৪.২৮৫ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছল৷ সর্বশেষ এই বিনিয়োগের ফলে সিলভার লেক, কেকেআর, জেনারেল অ্যাটলান্টিক, মুডাবালা, জিআইসি, টিপিসি এবং এডিআইএ-এর মতো বিশ্বের অগ্রণী সংস্থাগুলি গত চার সপ্তাহেরও কম সময়ে রিলায়েন্সের রিটেল ব্যবসায় মোট ৩৭,৭১০ কোটি টাকা বিনিয়োগ করল৷
advertisement

advertisement
এডিআইএ-র বিনিয়োগ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, 'ADIA-এর বর্তমান বিনিয়োগ এবং ধারাবাহিক সমর্থনে আমরা খুবই খুশি এবং বিশ্ব জুড়ে গত চার দশকে তারা যেভাবে সম্পদ সৃষ্টি করেছে তার সুবিধেও আমরা পাব৷ এডিআইএ-এর এই বিনিয়োগ রিলায়েন্স রিটেলের পারফরম্যান্স এবং ব্যবসার ক্ষেত্রে সবার উন্নতি এবং বৈপল্বিক পরিবর্তনের জন্য যে মডেল নিয়ে আসা হয়েছে, তার ক্ষমতার প্রতি আস্থারই প্রকাশ৷'
advertisement
রিলায়েন্স রিটেল দেশের সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া, সর্ববৃহৎ এবং সবথেকে বড় রিটেল বিজনেস চেন৷ সারা দেশে রিলায়েন্স রিটেলের প্রায় ১২০০ স্টোরে ৬৪ কোটি মানুষ ভিড় করেছেন৷ করোনা অতিমারির মধ্যেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রির উপরে জোর দিয়েছিল রিলায়েন্স রিটেল৷ একই সঙ্গে JioMart লঞ্চ করা হয়৷ যার ফলে ওয়ালমার্টের ফ্লিপকার্ট এবং আমাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স রিটেল৷ সম্প্রতি অনলাইন ওষুধ ডেলিভারি সংস্থা নেটমেডস-এর অধিকাংশ অংশিদারিত্ব ৬২০ কোটি টাকার বিনিময়ে হাতে নিয়েছে রিলায়েন্স৷
advertisement
এডিআইএ-এর প্রাইভেট ইক্যুইটিস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হামাদ শাহওয়ান আলধাহেরি বলেন, 'ভারতে রিটেল ব্যবসায় অন্যতম অগ্রণী সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে রিলায়েন্স রিটেল৷ ডিজিটাল এবং সরাসরি পণ্য সরবরাহের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের জায়গা আরও মজবুত করার পথ সুনিশ্চিত করেছে রিলায়েন্স৷ এশিয়ার বিভিন্ন বাজারের অগ্রণী সংস্থাগুলিতে বিনিয়োগ করার আমাদের যে পরিকল্পনা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা এই বিনিয়োগ করেছি৷'
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2020 8:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স রিটেলে আস্থা অব্যাহত, চার সপ্তাহের মধ্যে এল মোট ৩৭,৭১০ কোটি বিনিয়োগ