হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আজ থেকে বন্ধ হয়ে গেল ৯৪ বছরের পুরনো ব্যাঙ্ক, গ্রাহকদের জন্য হচ্ছে বড় বদল

আজ থেকে বন্ধ হয়ে গেল ৯৪ বছরের পুরনো ব্যাঙ্ক, গ্রাহকদের জন্য হচ্ছে বড় বদল

লক্ষ্মী বিলাসের অস্তিত্ব ২৭ নভেম্বর অর্থাৎ আজ থেকে শেষ হয়ে যাচ্ছে ৷এবং শেয়ার এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হয়ে যাবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জেরে এই ব্যাঙ্কের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ এবং আর্থিক সঙ্কট থেকে ব্যাঙ্ককে উদ্ধার করার জন্য ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে মার্জারের ঘোষণা করা হয়েছে ৷ ৯৪ বছরের পুরনো লক্ষ্ণী বিলাস ব্যাঙ্কের নাম আজ শেষ হতে চলেছে ৷ সিঙ্গাপুরের সবচেয়ে বড় ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে লক্ষ্মী বিলাসের মার্জার করে দেওয়া হয়েছে ৷ লক্ষ্মী বিলাসের অস্তিত্ব ২৭ নভেম্বর অর্থাৎ আজ থেকে শেষ হয়ে যাচ্ছে ৷এবং শেয়ার এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হয়ে যাবে ৷

২০ লক্ষ গ্রাহকদের উপর পড়বে প্রভাব

লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের নাম বদলানোর পর ব্যাঙ্কের গ্রাহকদের ও কর্মচারীদের কী হবে ? ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন ২০ লক্ষ গ্রাহকরা শুক্রবার থেকে ডিবিএস ব্যাঙ্কের গ্রাহক হিসেবে পাসবুক আপডেট করতে পারবেন ৷ বেলআউট প্যাকেজ অনুযায়ী লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকরা তাদের পুরো টাকা পেয়ে যাবেন ৷ ব্যাঙ্কে টাকা রাখতে চাইলেও সেটা সুরক্ষিত থাকবে ৷

ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে বর্তমান সঙ্কটের জেরে তাদের জমানো টাকার উপরে কোনও প্রভাব পড়বে না ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ২৬২ শতাংশ LCR এর সঙ্গে জমাকর্তারা, বন্ডধারক, অ্যাকাউন্ট হোল্ডারের সম্পত্তি পুরোপুরি ভাবে সুরক্ষিত থাকবে ৷

DBS India-তে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের মার্জারের চুক্তিতে DBS India ৫৬৩ ব্রাঞ্চ, ৯৭৪ এটিএম ও রিটেল বিজনেসে ১.৬ আরব ডলারের Franchisee পেয়ে যাবে ৷ ৯৪ বছরের পুরনো লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের নাম শেষ হয়ে যাবে ৷ এই ব্যাঙ্কের ডিপোজিট পুরোপুরি DBS India-র কাছে চলে যাবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Lakshmi Vilas Bank