#নয়াদিল্লি: আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর জেরে এই ব্যাঙ্কের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ এবং আর্থিক সঙ্কট থেকে ব্যাঙ্ককে উদ্ধার করার জন্য ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে মার্জারের ঘোষণা করা হয়েছে ৷ ৯৪ বছরের পুরনো লক্ষ্ণী বিলাস ব্যাঙ্কের নাম আজ শেষ হতে চলেছে ৷ সিঙ্গাপুরের সবচেয়ে বড় ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে লক্ষ্মী বিলাসের মার্জার করে দেওয়া হয়েছে ৷ লক্ষ্মী বিলাসের অস্তিত্ব ২৭ নভেম্বর অর্থাৎ আজ থেকে শেষ হয়ে যাচ্ছে ৷এবং শেয়ার এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হয়ে যাবে ৷
২০ লক্ষ গ্রাহকদের উপর পড়বে প্রভাব
লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের নাম বদলানোর পর ব্যাঙ্কের গ্রাহকদের ও কর্মচারীদের কী হবে ? ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন ২০ লক্ষ গ্রাহকরা শুক্রবার থেকে ডিবিএস ব্যাঙ্কের গ্রাহক হিসেবে পাসবুক আপডেট করতে পারবেন ৷ বেলআউট প্যাকেজ অনুযায়ী লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকরা তাদের পুরো টাকা পেয়ে যাবেন ৷ ব্যাঙ্কে টাকা রাখতে চাইলেও সেটা সুরক্ষিত থাকবে ৷
ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বাস দেওয়া হয়েছে বর্তমান সঙ্কটের জেরে তাদের জমানো টাকার উপরে কোনও প্রভাব পড়বে না ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ২৬২ শতাংশ LCR এর সঙ্গে জমাকর্তারা, বন্ডধারক, অ্যাকাউন্ট হোল্ডারের সম্পত্তি পুরোপুরি ভাবে সুরক্ষিত থাকবে ৷
DBS India-তে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের মার্জারের চুক্তিতে DBS India ৫৬৩ ব্রাঞ্চ, ৯৭৪ এটিএম ও রিটেল বিজনেসে ১.৬ আরব ডলারের Franchisee পেয়ে যাবে ৷ ৯৪ বছরের পুরনো লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের নাম শেষ হয়ে যাবে ৷ এই ব্যাঙ্কের ডিপোজিট পুরোপুরি DBS India-র কাছে চলে যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lakshmi Vilas Bank