Work From Home চলুক লম্বা সময় ধরে, চাইছে ৮৭ শতাংশ ভারতীয় ব্যবসায়িক সংস্থা

Last Updated:

সমীক্ষার রিপোর্ট বলছে, বাড়িতে বসে কাজ করার দরুণ অফিসের জন্য আগের থেকে বেশি সময় দিচ্ছেন কর্মীরা।

#নয়াদিল্লি: অফিস যেতে হচ্ছে না। ফলে যাতায়াতের বেশ কিছুটা সময় হাতে থাকছে। সেই সময়টাকে কর্মচারীরা কীভাবে কাজে লাগাচ্ছেন! একটি সমীক্ষার রিপোর্ট বলছে, বাড়িতে বসে কাজ করার দরুণ অফিসের জন্য আগের থেকে বেশি সময় দিচ্ছেন কর্মীরা। লকডাউন, প্যানডেমিক, ওয়াক ফ্রম হোম, এই শব্দগুলো মানুষের জীবনে এখন অতি পরিচিত হয়ে দাঁড়িয়েছে। সৌজন্যে করোনাভাইরাস। কিন্তু অনেকেই বলছেন, work from home- এর কিছু খারাপ দিক রয়েছে। স্বাভাবিকভাবে work from home-এর ভাল দিকও খুঁজে বের করছেন একদল মানুষ। কেউ বলছেন, বাড়িতে সংসারের হাজার ঝক্কি। সেখানে সারাদিন সবার মাঝে বসে অফিসের কাজ সামলানো চাপের। কারও মুখে আবার উল্টো কথা। তাঁরা বলছেন, বাড়িতে বসে কাজ করার মজাই আলাদা। প্রথাগত অফিস কালচার থেকে নিজের বাড়িতে, নিজস্ব ওয়ার্ক স্টেশনে বসে কাজ করার আলাদা স্বচ্ছন্দ্য রয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাচ্ছে দেশ। এমন পরিস্থিতিতে দেশের বহু জায়গায় আংশিক লকডাউন শুরু হয়েছে। চলছে নাইট কারফিউ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে বহু সংস্থাই কর্মীদের work from home চালু করেছে আবার। তাহলে কি ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট লম্বা সময় চলবে! BCG-ZOOM নামের একটি সংস্থার রিপোর্ট বলছে, ৮৭ শতাংশ ভারতীয় ব্যবসায়িক সংস্থা ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট লম্বা সময়ের জন্য চাইছে। ওই সংস্থার করা একটি সমীক্ষার রিপোর্ট বলছে, কর্মীরা নিজেদের বাড়ি থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাই আগের থেকে তিনগুণ বেশি সময় বরাদ্দ করে রাখছেন অফিসের কাজের জন্য। বাড়িতে বসে কাজ এবং ভিডিও কমিউনিকেশন-এর মাধ্যমে করোনা মহামারীর সময় বহু সংস্থা কাজ চালিয়েছে। তবে বেশ কিছু সংস্থায় ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট চলাটা সম্ভব নয়। সেক্ষেত্রে সেই সব সংস্থার কর্মীদের অফিস মারফত কাজ সামলাতে হবে। কিন্তু যেসব অফিসের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। সমীক্ষার রিপোর্ট বলছে বহু সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করিয়ে আগের থেকে বেশি মুনাফা তুলেছে সংস্থাগুলি। ব্যবসাও গড়িয়েছে আগের থেকে ভালভাবে।
advertisement
ভারত, ব্রিটেন, আমেরিকা, জাপান, ফ্রান্স ও জার্মানি, এই ছটি দেশের বহু সংস্থার কর্মীদের উপর সমীক্ষা করেছিল সেই সংস্থা। তারা জানিয়েছে, করোনা মহামারীর সময় থেকে এখনও পর্যন্ত ভিডিও কনফারেন্সিং-এ আগের থেকে পাঁচগুণ বেশি সময় কাটিয়েছেন কর্মীরা। এমনকি ৭০ শতাংশ ম্যানেজার বাড়ি থেকে কাজ করায় আগের থেকে বেশি সময় দিচ্ছেন অফিসের জন্য। করোনা মহামারীর আগে তাঁরা যে সময় দিতেন এখন তার থেকে অনেকটাই বেশি দিচ্ছেন। লকডাউনের জেরে বহু সংস্থাই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম- এর সুবিধা দিয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে, মহামারীর সময় ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট না থাকলে শুধুমাত্র আমেরিকাতেই ২.২৮ মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারতেন। যদিও সেই সমীক্ষার রিপোর্ট বলছে, ভিডিও কমিউনিকেশন-এর ব্যাপারে এখনও বহু কর্মী সেভাবে সড়গড় হয়ে উঠতে পারেননি। ভিডিও কমিউনিকেশন ভবিষ্যতে কতটা কাজ দেবে, তা এখনও পরীক্ষার বিষয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Work From Home চলুক লম্বা সময় ধরে, চাইছে ৮৭ শতাংশ ভারতীয় ব্যবসায়িক সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement