২৫০ মিটার গভীর খাদে পড়ে গেল বাস, উত্তরাখন্ডে দুর্ঘটনায় কমপক্ষে মৃত ১১
Last Updated:
উত্তরাখন্ডের হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়েতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১১ যাত্রীর ৷
#দেরাদুন: উত্তরাখন্ডের হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়েতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১১ যাত্রীর ৷ আহত হয়েছেন আরও ৯ জন ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাসটি হাইওয়ে থেকে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃতু হয় এই ১০ জনের ৷ বাসটি উত্তরকাশি থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল ৷ ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ৷
আরও পড়ুন
advertisement
পুলিশ জানিয়েছে, উত্তরকাশি থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল বাসটি ৷ অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাইওয়ে থেকে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় ৷
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ৷ বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ৷ আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার ৷
advertisement
Uttarakhand: 10 people died, 9 injured when the Uttarakhand Transport Corporation bus they were in, skidded off Rishikesh Gangotri Highway into a 250 metre deep gorge near Suryadhar. Local admn & police have reached the spot. There were 25 people in the bus. More details awaited. pic.twitter.com/FmEfXetXF0
— ANI (@ANI) July 19, 2018
advertisement
Location :
First Published :
July 19, 2018 10:35 AM IST