গাড়িতে বসেই নজর রাখুন বাড়ির উপর ! টাটা মোটরস নিয়ে আসছে 'স্মার্ট কার'
Last Updated:
#নয়াদিল্লি: ফোন থেকে হেলমেট...স্মার্ট যুগে এখন সবই স্মার্ট! এবার স্মার্ট গাড়ি বানাতে চলেছে টাটা মোটরস। হাত মিলিয়েছে টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। এই স্মার্ট গাড়িতে বসানো থাকবে বিএসএনএলের সিমকার্ড। সেই সিমকার্ডকে কাজে লাগিয়েই যোগাযোগের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে টাটার কিছু গাড়িতে।
গাড়ি সংস্থার সঙ্গে টেলিকম কোম্পানির গাঁটছড়া দেশে প্রথম। গাড়িতে সিমকার্ড এমবেড করার ফলে মেশিন টু মেশিন যোগাযোগ তৈরি হবে । কাজেই, গাড়িতে বসেই নজর রাখা যাবে বাড়ির উপর। এ ছাড়াও মোবাইল সংক্রান্ত সমস্ত কাজ কর্ম করা যাবে গাড়িতে বসেই।
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, টাটা মোটরসের সঙ্গে তাদের চুক্তি হয়ে গিয়েছে। পাঁচ লক্ষ সিমকার্ড ইতিমধ্যেই টাটাকে দিয়ে দেওয়া হয়েছে। এ বছর আরও ১০ লক্ষ সিমকার্ড দেওয়া হবে। টাটার থিয়াগো, হেক্সা ও হ্যায়িরের গাড়ির মডেলকে স্মার্ট কার বানানোর জন্য বেছে নেওয়া হয়েছে।
advertisement
advertisement
Location :
First Published :
January 29, 2019 3:50 PM IST