তোলপাড় সোশ্যাল মিডিয়া ! প্রাক্তন বান্ধবীর নগ্ন ভিডিও ফাঁস প্রেমিকের
Last Updated:
#মুম্বই: বান্ধবীর সঙ্গে মনোমালিন্য ৷ সম্পর্কের ছেদ ৷ যার মাশুল যে এভাবে গুনতে হবে ৷ তা স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি মেয়েটি ৷ বান্ধবীর সঙ্গে গোপন মুহূর্তের ভিডিও পর্ন সাইটে ফাঁস করল প্রেমিক ৷
ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিককে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে দু’জনে আলাদা আলাদা শহরে থাকতেন ৷ যার জেরে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র ফোন এবং ভিডিও কল ৷ কিন্তু দু’জনের মধ্যেকার সম্পর্কের অবনতির জেরে চরম মাশুল গুনতে হল প্রেমিকাকে ৷ ভিডিও কলে প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু দৃশ্য পর্ন সাইটে দিয়ে দেয় প্রেমিক ৷ বেশ কয়েকজন বান্ধবীর মারফত সেই খবর পায় মেয়েটি ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হয় ওই তরুণী ৷
advertisement
advertisement
গত ১৫ জানুয়ারি পোয়াই পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে তরুণী ৷ এরপর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের জেরার মুখে সে জানিয়েছে, ভিডিও কলে ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য রেকর্ড করত ছেলেটি ৷ প্রেমিকার কোনওরকম অনুমতি ছাড়াই ৷ এমনকী, এই ভিডিও রেকর্ডের ঘটনাটিও একেবারেই অজানা ছিল প্রেমিকার কাছে ৷
Location :
First Published :
January 25, 2019 5:44 PM IST