মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ফের আক্রান্ত বিজেপি কর্মীরা

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেও জেলা জুড়ে হিংসা অব্যাহত ৷ হামলার নিশানায় সিপিএম এবং বিজেপি কর্মী সমর্থকেরা ৷ অভিযোগের তির সেই তৃণমূলের বিরুদ্ধেই ৷

#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেও জেলা জুড়ে হিংসা অব্যাহত ৷ হামলার নিশানায় সিপিএম এবং বিজেপি কর্মী সমর্থকেরা ৷ অভিযোগের তির সেই তৃণমূলের বিরুদ্ধেই ৷
বীরভূমের লাভপুরের ব্লক অফিসের সামনে তরোয়াল হাতে নিয়ে ঘোরাঘুরি ৷ লালবাগেও মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ জেলা বিজেপি সভাপতি গৌরিশঙ্কর ঘোষকে বাঁশ, লাঠি দিয়ে মারা হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লালবাগ ৷ পুলিশের সামনেই নাকি মারধর করা হয় তাঁকে ৷ বিজেপি শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে ৷ কিন্তু তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যে অভিযোগ করছে ৷
advertisement
অন্যদিকে, আরামবাগে এসডিও অফিসে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়ই ধাক্কা দিয়ে বিজেপি কর্মীদের বের করে দেওয়া হয় ৷ অন্যদিকে, খানাকুলের গোবিন্দপুরের বাসিন্দা বিলাস লক্ষ্মণ ৪১ নম্বর আসনে মনোনয়ন জমা দিতে এসেছিলেন ৷ সেখানেও ম্যাজিস্ট্রেটের সামনেই তাঁকে মারধর করা হয় ৷ সবক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসকদলের দিকেই ৷ যদিও এই সমস্ত ঘটনাগুলি একেবারেই অস্বীকার করেছে তৃণমূল ৷
advertisement
advertisement
উল্লেখ্য, বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপিই মার খেয়েছে ৷ আর এতেই স্পষ্ট হচ্ছে যে, তৃণমূলের সবথেকে বড় প্রতিদ্বন্দী বিজপিই ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ফের আক্রান্ত বিজেপি কর্মীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement