Coal Smuggling|| মোষের গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, শেষ মুহূর্তে হাজির হয়ে ছক ভেস্তে দিল পুলিশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Coal Smuggling: কয়লা পাচার ঠেকাতে পুলিশ কড়াকড়ি শুরু করতেই বিকল্প পথের সন্ধানে পাচারকারীরা। মোষের গাড়ি ও বাইকে করে কয়লা পাচার করতে গিয়ে যদিও শেষ রক্ষা হল না। বীরভূমে পুলিশ হাতেনাতে ধরে ফেলল পাচারকারীদের
বীরভূম: কয়লা পাচার নিয়ে সিবিআই তদন্ত চলছে। এই পরিস্থিতিতে কয়লা পাচার ঠেকাতে জেলায় জেলায় কড়াকড়ি করছে পুলিশ। তবু পাচারকারীদের একাংশ নানান উপায়ে কয়লা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই বিকল্প উপায় হিসেবে মোষের গাড়িতে করে কয়লা পাচার করতে গিয়ে বীরভূমে ধরা পড়লেন একজন। পুলিশ কয়লা কয়লা ভর্তি তিনটি মোষের গাড়ি বাজেয়াপ্ত করেছে। বীরভূমের খয়রাশোলের ঘটনা এটি।
তবে শুধু মোষের গাড়িতেই নয়, পাচারকারীদের একাংশ বাইকে করেও কয়লা বাইরে চালান করার চেষ্টা করছে। বীরভূমের খয়রাশোলেই বাইকে করে কয়লা পাচারের সময় আরও একজন গ্রেফতার হয়েছে। সেখান থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ, যাতে কয়লা ভর্তি বস্তা ছিল। যার ওজন প্রায় ৯ কুইন্টাল। মোষের গাড়ি ও বাইক মিলিয়ে খয়রাশোল থানার পুলিশ প্রায় সাড়ে চার টন বেআইনি কয়লা বাজেয়াপ্ত করেছে।
advertisement
advertisement
১৪ নম্বর জাতীয় সড়কের উপর খয়রাশোলের বরকুড়ি মোড়ের কাছে মোষের গাড়িতে কয়লা পাচারের সময় হাজির হয়ে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশকে আসতে থেকে গাড়ির চালক সহ বাকি পাচারকারীরা পালিয়ে যায়। এটা বৃহস্পতিবার রাতের ঘটনা। এদিকে শুক্রবার ভোরে খয়রাশোলের সিনঝুড়ি এলাকায় বাইকে করে কয়লা পাচারের সময় হাজির হয়ে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এখানেও বাকি দুই বাইক চালক পুলিশকে আসতে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়।
advertisement
বীরভূমে সম্প্রতিকালে পুলিশি কড়াকড়ি শুরু হতেই একের পর এক কয়লা পাচারকারী ধরা পড়ছে। কদিন আগে সদাইপুর থানার পুলিশ তিনটি গরুর গাড়ি ভর্তি কয়লা বাজেয়াপ্ত করে। সেখান থেকে ১৬ টন কয়লা উদ্ধার হয়েছিল। এই পাচারকারীদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এটি কোনও নির্দিষ্ট গ্যাংয়ের ঘটনা কিনা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 5:21 PM IST