Birbhum News: স্কুলের মধ্যে শতাধিক ভেষজ উদ্ভিদ বাগান, লক্ষ্য পড়ুয়াদের জ্ঞানের বিকাশ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
উদ্দেশ্য পড়ুয়াদের বিভিন্ন ভেষজ গাছ চেনানো। পাশাপাশি গাছের গুণাবলি সম্পর্কে জানান। সেই লক্ষ্যেই বছর দশেক আগে কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশন শুরু হয় ভেষজ গাছ লাগানো। সেই স্কুলেই এখন তৈরি হয়েছে ভেষজ বাগান।
বীরভূম: উদ্দেশ্য পড়ুয়াদের বিভিন্ন ভেষজ গাছ চেনানো। পাশাপাশি গাছের গুণাবলি সম্পর্কে জানানো। সেই লক্ষ্যেই বছর দশেক আগে কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিটিউশন শুরু হয় ভেষজ গাছ লাগানো। সেই স্কুলেই এখন তৈরি হয়েছে ভেষজ বাগান। যেখানে রয়েছে প্রায় ১৫০ টির অধিক ভেষজ গাছ। তার মধ্যে এমন কিছু ভেষজ গাছ যা সচারচর দেখা যায় না। যেমন, স্টেবিয়া, সর্পগন্ধা, কাকমাছি, লিপস্টিক ট্রী সহ একাধিক গাছ রয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্যের উদ্যোগে স্কুলে এই ভেষজ গাছের বাগান তৈরি করা হয়। যা এখনও নিয়মিত পরিচর্যা করা হয়ে থাকে।
সিউড়ি শহর লাগোয়া কড়িধ্যা গ্রামে রয়েছে এই স্কুল। আর পাঁচটা স্কুলের তুলনায় এই স্কুল একটু পৃথক। কারণ স্কুলে ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের সব্জির বাগান বানানো হয়েছে। স্কুলের একটি অব্যবহৃত রুমে হয়ে থাকে মাশরুম চাষ। এছাড়া স্কুল চত্ত্বরেই করা হয়েছে ভেষজ বাগান। পড়ুয়াদের ভেষজ উদ্ভিদ সম্পর্কে ওয়াকিবহাল করাতে প্রত্যেক গাছের উপর বোর্ড সংশ্লিষ্ট গাছের বৈজ্ঞানিক নাম ও স্থানীয় নাম লেখা হয়েছে।
advertisement
advertisement
স্কুলের শিক্ষকরা জানান, ওই বাগানে গাছ লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা শিক্ষকদের সহযোগিতায় মূলত পড়ুয়ারাই করে থাকেন। এই নিয়ে স্কুলের শিক্ষক পার্থসারথি ঘোষ বলেন, “আমাদের আগের প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে এই গাছগুলি লাগানো হয়। উদ্দেশ্য ছিল পড়ুয়াদের ভেষজ উদ্ভিদ চেনানো এবং তার গুণাবলি জানানো। এখন সেই বাগানে প্রায় ১৫০ অধিক ভেষজ উদ্ভিদ রয়েছে।”
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 3:45 PM IST