Birbhum News: সরকারি প্রকল্পের সোনাঝুরি গাছ নির্বিচারে কেটে নেওয়া ঘিরে উত্তপ্ত বোলপুর

Last Updated:

Birbhum News: বোলপুরের বনদফতরের পক্ষ থেকে এসে কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে

+
খবর

খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তর

বোলপুর : অনুমতি না নিয়েই সরকারি প্রকল্পের তথা স্বনির্ভর গোষ্ঠীর লাগানো গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসীরা জানিয়েছেন যে কয়েক বছর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পারুই থানার অন্তর্গত শেয়ালা গ্রামে আনুমানিক ১০০-র উপর সোনাঝুরি গাছ লাগানো হয়েছিল। সেই সমস্ত গাছ আস্তে আস্তে বড় হয়। অভিযোগ, পরবর্তী সময় গাছগুলিকে পরিচর্যা করা হত কিন্তু গাছগুলি বড় হওয়ার সাথে সাথেই সেই পরিচর্যা বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু সরকারি প্রকল্পের গাছগুলিকে বেশ কিছু গ্রামবাসী বনদফতর বা স্থানীয় পঞ্চায়েত অর্থাৎ কসবা গ্রাম পঞ্চায়েতের কোনও অনুমতি না নিয়েই গাছগুলিকে কেটে ফেলছিল। তখনই প্রতিবাদ করে গ্রামবাসীরা অর্থাৎ স্বনির্ভর দলে যারা ছিলেন সেই সময়ের মহিলারা তাঁরা জানিয়েছেন কাজগুলিকে কোনও টেন্ডার বা কাউকে না জানিয়ে কেটে নেওয়ার জন্য তাঁরা প্রতিবাদ জানান।
advertisement
আরও পড়ুন :  প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের শিল্প, চরম আর্থিক সঙ্কটে শিল্পীরা 
পরবর্তী সময় বোলপুরের বনদফতরের পক্ষ থেকে এসে কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁদের কাছে কোনও খবরই ছিল না ওই কাজগুলিকে কেটে নেওয়া হচ্ছে। গ্রামবাসীরা তাঁদের ফোন মারফত জানান এবং তাঁরা এসে গাছগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। কারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, তাও খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে, বনদফতর সূত্রে এমনই খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সরকারি প্রকল্পের সোনাঝুরি গাছ নির্বিচারে কেটে নেওয়া ঘিরে উত্তপ্ত বোলপুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement