Birbhum News: স্কুল খোলার দাবিতে রাস্তায় বসে ক্লাস
- Published by:Ananya Chakraborty
Last Updated:
স্কুল-কলেজ খোলার দাবিতে অভিনব পদ্ধতিতে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ জানালো এসএফআই ছাত্র সংগঠন
মাধব দাস, বীরভূম : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর নতুন করে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে সম্প্রতি সংক্রমণ কম হওয়ায় রাজ্য সরকার তাদের বিধিনিষেধে শিথিলতা এনেছে। খুলে গিয়েছে সমস্ত ক্ষেত্র। তবে খোলেনি কেবলমাত্র স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজ খোলার দাবিতে অভিনব পদ্ধতিতে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ জানালো এসএফআই ছাত্র সংগঠন। তারা এদিন সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে রাস্তার মাঝে বসে ক্লাস করলো। এর পাশাপাশি সিউড়ি বাস স্ট্যান্ডে পথ অবরোধও করা হয়।