Birbhum News: মর্মান্তিক, বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে ডাইনিবিদ্যা প্রয়োগের সন্দেহ, তারপর

Last Updated:

ডাইনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে মারার অভিযোগ , গ্রেফতার গ্রামের মোড়ল

বীরভূম:  আহমেদপুরের ন পাড়া গ্রামে ডাইনি সন্দেহে দম্পতিকে মারধর , পরে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু দু'জনেরই।  বাসিদের অভিযোগ গ্রামের মোড়লের বিরুদ্ধে মোড়লকে আটক করল সাঁইথিয়া থানার পুলিশ।
জানা গিয়েছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার আহমেদপুর ফাঁড়ির ন' পাড়া গ্রামের পান্ডু হেমব্রম ( ৬২ ) ও পার্বতী হেমব্রতকে শনিবার সকালে তাদেরই এক আত বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করে আহত অবস্থায়। শনিবার বিকালে তাদের বোলপুর হাসপাতালেই মৃত্যু হয়। ওই দুই জনের দেহের ময়নাতদন্ত করা হয় বোলপুর হাসপাতালে।
advertisement
advertisement
মৃতের আত্মীয়রা তাদের দেহ বাকি আত্মীয়দের দেখার জন্য একদিন বোলপুর হাসপাতাল মর্গে রাখতে চাইলেও তাদের গ্রামের মোড়ল ও কয়েকজন গ্রামের লোক শনিবার সন্ধ্যাতেই দেহ সৎকারের ব্যবস্থা করে শান্তিনিকেতন থানা এলাকা লাগোয়া বেনেডাঙা গ্রামের শ্মশানে নিয়ে যায় ট্রাক্টরে করে।
advertisement
সৎকার করতে গেলে স্থানীয় বেনেডাঙা ও হেরুকা গ্রামের লোকেরা দিয়ে সতকারে বাধা দেয়। তাদের অভিযোগ ন পাড়া আদিবাসী গ্রামের মোড়লের মারধরেই আহত হয়ে মৃত্যু হয়েছে দম্পতির। তারা আহমেদপুর ফাঁড়ি ও সাঁইথিয়া থানার পুলিশ আসে শ্মশানে। গ্রামবাসিদের অভিযোগের ভিত্তিতে ন' পাড়া গ্রামের মোড়লকে রাতে আটক করে সাঁইথিয়া থানায় নিয়ে যায় পুলিশ।সকালে গ্রেফতার করা হয় মোড়লকে, তাকে রবিবার সিউড়ি আদালতে তোলা হলে ১০ পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মর্মান্তিক, বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে ডাইনিবিদ্যা প্রয়োগের সন্দেহ, তারপর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement