Birbhum News: ১৫ দিন ধরে নিখোঁজ নানুরের কিশোর! উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত ২৬ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় নানুর থানার অন্তর্গত আগোরতর গ্রামের ১৫ বছরের এক কিশোর। দেখতে দেখতে ১৫ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ওই কিশোরের কোনরকম খোঁজ পাওয়া যায়নি।
#বীরভূম : গত ২৬ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় নানুর থানার অন্তর্গত আগোরতর গ্রামের ১৫ বছরের এক কিশোর। দেখতে দেখতে ১৫ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ওই কিশোরের কোনরকম খোঁজ পাওয়া যায়নি। এদিকে এতদিন ধরে কিশোরের কোনো রকম খোঁজ না পাওয়ার ফলে উৎকণ্ঠায় দিন কাটছে তার বাবা-মা সহ অন্যান্যদের। কারণ এর আগেও আমরা এইভাবে শিশু নিখোঁজের ঘটনায় মর্মান্তিক পরিণতি দেখেছিলাম বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গায়।
নিখোঁজ হয়ে যাওয়া ঐ কিশোরের নাম আশরাফুল হক। তার বয়স ১৫ বছর। সে একজন অষ্টম শ্রেণীর পড়ুয়া। এমন একজন কিশোরের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছে পুরো পরিবার। দীর্ঘদিন ধরে খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই কিশোরকে খুঁজে দেওয়ার জন্য পরিবারের সদস্যরা নানুর থানায় অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছেন।
advertisement
আরও পড়ুনঃ বোলপুরের নিখোঁজ হওয়া দুই শিশুর খোঁজ মিলল বিহারে
আশরাফুলের মা জানিয়েছেন, ঘটনার দিন তিনি নানুরে একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর দুপুর একটার সময় শেষ ফোনে তার ছেলের সঙ্গে কথা হয় এবং ছেলে তাকে জানিয়েছিল স্নান করে খেতে যাবে এমনটাই। কিন্তু তারপরেই কী এমন ঘটল আর তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনটি চার্জ দেওয়া অবস্থায় বাড়িতে ছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরন্দরপুরে বিরাট চমক! ২২ ফুটের লক্ষ্মী প্রতিমায় হল পুজো
ছেলেকে এতদিন ধরে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় ঘুম উড়েছে পুরো পরিবারের। তারা বুঝতে পারছেন না কোথায় তাদের ছেলে। পাশাপাশি তারা উৎকন্ঠায় রয়েছেন তাদের ছেলেকে অপহরণ করা হয়নি তো! এর পাশাপাশি তাদের উৎকণ্ঠা, কোথাও কী নিজে থেকেই তাদের ছেলে পালিয়ে গেল! যাই হোক না কেন এখন আপাতত পুরো পরিবার ছেলের বাড়ি ফেরার দিকেই তাকিয়ে রয়েছেন।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 11, 2022 1:23 AM IST