International Women's Day: মোটা মাইনের চাকরি ছেড়ে গ্রামে! এক মহিলার হাত ধরে পটশিল্পীদের পুনরুত্থান

Last Updated:

International Women's Day: বর্তমানে বাঁকুড়ার স্থায়ী বাসিন্দা সংহিতা সেখানকার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।

+
বিলুপ্ত

বিলুপ্ত হতে চলেছিল ভরতপুরের প্রাচীন পথ শিল্প।

ভরতপুর, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে। রাঢ় বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প পটচিত্র এই শিল্পীদের হাত ধরেই আজ বেঁচে আছে। অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল।
এই রকম এক সাংস্কৃতিক সংকটের সময় দেওয়াল হয়ে দাঁড়ান বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের ভূমিকন্যা সংহিতা মিত্র। ১৯৮৩ সালের ১২ই জানুয়ারি শুশুনিয়া গ্রামে তাঁর জন্ম। বাবা শ্রী কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, শিক্ষক, লোককবি ও লোকসাহিত্যিক। মা তপমালা চট্টোপাধ্যায়। ২০০৩ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে বানিজ্য বিভাগে স্নাতক করেন সংহিতা।  ২০০৫ যাদবপুর এন.আই.আই.টি থেকে ডিজিটাল ভিজুয়াল গ্রাফিকস ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে স্কলারশিপ-সহ পড়াশোনা করেন তিনি। ২০০৫ থেকে ২০১১, কলকাতায় মাল্টিন্যাশানাল সফটওয়্যার সংস্থায় সিনিয়ার ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনার, টিম লিডার হিসাবে কর্মরত ছিলেন।
advertisement
বর্তমানে বাঁকুড়ার স্থায়ী বাসিন্দা সংহিতা সেখানকার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।  নতুন পটশিল্পী তৈরি করা, শিশু ও মহিলাদের পট আঁকার কাজে এগিয়ে আনা, বাঁকুড়া বই মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় পটুয়াদের স্টল, সেমিনার, পটচিত্র মেমেন্টো তৈরির অর্ডার সরবরাহ- এমন অনেক কাজ করছেন সংহিতা।  ব্যক্তিগত উদ্যোগে ও অর্থ সহায়তায় দু'বার শিল্পীদের গুরুসদয় মিউজিয়াম এবং বাঁকুড়া বিশ্ববিদ্য়ালয়ের ওয়ার্কশপে নিয়ে গিয়েছেন তিনি।
advertisement
advertisement
কাজটা যদিও খুব সহজ ছিল না। তবে ভালবাসা দিয়েই বোধহয় অনেক কিছু সহজ হয়ে যায়। বিশ্বাস , ভালবাসা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে সাফল্য়। ভরতপুরের মাটিতে শুধু পুরুষরাই নন, বর্তমানে পট অঙ্কন করছেন মহিলা শিল্পীরাও।
advertisement
লুপ্তপ্রায় পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। সাফল্য় এসেছে অনেকটাই। ভরতপুরের চিত্র পরিবর্তন হয়েছে বিপুল। তবে অনেকটাই পথ চলা এখনও বাকি। এমনটাই আন্তর্জাতিক নারী দিবসে বার্তা সংহিতা মিত্রের।
নীলাঞ্জন বন্দ্য়োপাধ্য়ায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
International Women's Day: মোটা মাইনের চাকরি ছেড়ে গ্রামে! এক মহিলার হাত ধরে পটশিল্পীদের পুনরুত্থান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement