ভরতপুর, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে। রাঢ় বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প পটচিত্র এই শিল্পীদের হাত ধরেই আজ বেঁচে আছে। অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল।এই রকম এক সাংস্কৃতিক সংকটের সময় দেওয়াল হয়ে দাঁড়ান বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের ভূমিকন্যা সংহিতা মিত্র। ১৯৮৩ সালের ১২ই জানুয়ারি শুশুনিয়া গ্রামে তাঁর জন্ম। বাবা শ্রী কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, শিক্ষক, লোককবি ও লোকসাহিত্যিক। মা তপমালা চট্টোপাধ্যায়। ২০০৩ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে বানিজ্য বিভাগে স্নাতক করেন সংহিতা। ২০০৫ যাদবপুর এন.আই.আই.টি থেকে ডিজিটাল ভিজুয়াল গ্রাফিকস ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে স্কলারশিপ-সহ পড়াশোনা করেন তিনি। ২০০৫ থেকে ২০১১, কলকাতায় মাল্টিন্যাশানাল সফটওয়্যার সংস্থায় সিনিয়ার ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনার, টিম লিডার হিসাবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: দোলে শান্তিনিকেতনে বিচারপতি গঙ্গোপাধ্যায়, কিনলেন বই, কথা বললেন সকলের সঙ্গে
আরও পড়ুন: রাজ্যে শিল্প নিয়ে বামেদের পাশাপাশি মমতাকে তোপ শুভেন্দুর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।