বাংলাদেশের ছাত্র আন্দোলন ক্রমশ প্রকট হচ্ছে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

Last Updated:

ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, রবিবার তা কার্যত মারাত্মক আকার ধারণ করে। বেপরোয়া যান চলাচলে নিয়ন্ত্রন নেই সরকারের ।

#ঢাকা:  ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, রবিবার তা কার্যত মারাত্মক আকার ধারণ করে। বেপরোয়া যান চলাচলে নিয়ন্ত্রন নেই সরকারের । আর সেই কারণেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ছাত্রের । তারপর থেকেই ঢাকার খিলাফত এর পরিস্থিতি খারাপ হতে শুরু করে । ভাঙচুর চলে একাধিক গাড়ি । রাস্তায় বসে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে সরব হয় ছাত্ররা। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে , তড়িঘড়ি বিবৃতি দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী । সরকার ছাত্রদের পাশে আছে বলেও গতকাল জানান তিনি। তবে মন্ত্রীর কথায় চিড়ে ভেজেনি। নিজেদের দাবিতেই এখনও অবরুব্ধ জনজীবন। ঢাকা চত্বরের প্রায় শতাধিক স্কুল-কলেজ বন্ধ । খোলেনি কলেজ-বিশ্ববিদ্যালয়ও ।
ছাত্র আন্দোলনের পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু একচুলও নিজেদের দাবি থেকে সরেননি ছাত্ররা ৷ ছাত্রদের আন্দোলনে লাগাম টানতে মোবাইল ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার স্থানীয় সময় দুপুর একটায় স্কুল কলেজের প্রায় কয়েক হাজার পড়ুয়া পথে নামে ৷ তারাই রাজধানীর ট্রাফিক কন্ট্রোল করতে শুরু করেন ৷ আন্দোলন নিয়ন্ত্রনে আনতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ ৷
advertisement
Bangladesh ss
advertisement
পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েন ছাত্ররা ৷ আন্দোলনরত এক ছাত্র জানায়, ‘শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলন করছিলাম ৷ কিন্তু আচমকাই টিয়ায় গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহতও হয়েছে ৷’
শুধু ছাত্ররাই নয় ৷ সাংবাদিকদের উপরও আক্রমণ চালানো হয়েছে  বলে অভিযোগ ৷ বাসচাপায় ছাত্র নিহতের সঠিক বিচারের দাবিতে এবং সড়ক পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে মুখর রাজপথ
advertisement
মোবাইলের ৩জি এবং ৪জি পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷
BangladeshisBleeding এবং bangladeshstudentprotests-এও বিক্ষোভ উপচে পড়ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷
দেখুন ছবি:
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশের ছাত্র আন্দোলন ক্রমশ প্রকট হচ্ছে, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement