Numerology Suggestions: আপনার জন্মদিন ১১ তারিখ? আবেগপ্রবণতার সঙ্গে এই দোষটিও আপনার পিছু ছাড়বে না! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Numerology Suggestions: দেখে নেওয়া যাক মাস্টার নম্বর ১১ হলে জাতক জাতিকার স্বভাব, জীবন বা ভাগ্য কেমন হতে পারে
কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। আবার সরাসরি জন্ম তারিখের উপর ভিত্তি করে চিহ্নিত করা হয় জাতক জাতিকার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা মাস্টার নম্বর। এই মাস্টার নম্বরের উপর ভিত্তি করে বলে দেওয়া যেতে পারে জাতক বা জাতিকার স্বভাব, চরিত্র বা ভাগ্য কেমন হতে পারে।
দেখে নেওয়া যাক মাস্টার নম্বর ১১ হলে জাতক জাতিকার স্বভাব, জীবন বা ভাগ্য কেমন হতে পারে—
advertisement
যদি কোনও ব্যক্তির জন্মদিন ১১ তারিখ হয়, অর্থাৎ যে কোনো মাসের ১১ তারিখে যদি সেই ব্যক্তি জন্মগ্রহণ করেন তাহলে তাঁর মাস্টার নম্বর ১১ ধরা হয়ে থাকে।
advertisement
advertisement
- এঁরা খুবই নরম মনের এবং যত্নশীল হয়ে থাকেন।
- এঁদের মধ্যে কল্পনাপ্রবণতা, সংবেদশীলতা, আবেগ প্রবণতার সঙ্গে খানিকটা আলস্যও কাজ করে। বলা ভাল এই আলস্য এঁদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
- তবে এঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতাও থাকে।
- যুক্তির থেকে আবেগের গুরুত্ব এঁদের কাছে বেশি।
- নিজের গণ্ডী ভেঙে এমন কোনও লক্ষ্যের দিকে এঁরা তাকাতেই চায় না যাতে ভয় উদ্রেক হতে পারে।
- ব্যক্তিগত উন্নতির কারণেও এঁরা ততটুকুই করতে রাজি যতটা এঁদের সজ্ঞাত বোধ করতে বলে।
advertisement
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 7:42 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: আপনার জন্মদিন ১১ তারিখ? আবেগপ্রবণতার সঙ্গে এই দোষটিও আপনার পিছু ছাড়বে না! জানুন