Numerology Suggestions: আপনার জন্মদিন ১১ তারিখ? আবেগপ্রবণতার সঙ্গে এই দোষটিও আপনার পিছু ছাড়বে না! জানুন

Last Updated:

Numerology Suggestions: দেখে নেওয়া যাক মাস্টার নম্বর ১১ হলে জাতক জাতিকার স্বভাব, জীবন বা ভাগ্য কেমন হতে পারে

আপনার জন্মদিন ১১ তারিখ?
আপনার জন্মদিন ১১ তারিখ?
কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। আবার সরাসরি জন্ম তারিখের উপর ভিত্তি করে চিহ্নিত করা হয় জাতক জাতিকার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা মাস্টার নম্বর। এই মাস্টার নম্বরের উপর ভিত্তি করে বলে দেওয়া যেতে পারে জাতক বা জাতিকার স্বভাব, চরিত্র বা ভাগ্য কেমন হতে পারে।
দেখে নেওয়া যাক মাস্টার নম্বর ১১ হলে জাতক জাতিকার স্বভাব, জীবন বা ভাগ্য কেমন হতে পারে—
advertisement
যদি কোনও ব্যক্তির জন্মদিন ১১ তারিখ হয়, অর্থাৎ যে কোনো মাসের ১১ তারিখে যদি সেই ব্যক্তি জন্মগ্রহণ করেন তাহলে তাঁর মাস্টার নম্বর ১১ ধরা হয়ে থাকে।
advertisement
  • এই মাস্টার নম্বর নিয়ে জন্মানো ব্যক্তিরা আদর্শবাদী হয়ে থাকেন। জীবন নিয়ে স্বপ্ন দেখতেই ভালবাসেন এঁরা।
  • নানা ধরনের পরিকল্পনা করে স্বপ্ন দেখতেই এঁদের সময় চলে যায়। সে সব পরিকল্পনা বাস্তবায়নের পথে কমই হাঁটেন।
  • তবে এঁরা যথেষ্ট ক্ষমতাধর। সামান্য উৎসাহ পেলেই যে কোনও কাজ করে ফেলতে পারেন। তবে এঁদের বেশির ভাগ পরিকল্পনাতেই বাস্তববাদের ছোঁয়া থাকে না। ফলে যেকোনও পদক্ষেপ করার আগেই তা ভালভাবে বিবেচনা করে নেওয়া প্রয়োজন।
  • advertisement
    • এঁরা খুবই নরম মনের এবং যত্নশীল হয়ে থাকেন।
    • এঁদের মধ্যে কল্পনাপ্রবণতা, সংবেদশীলতা, আবেগ প্রবণতার সঙ্গে খানিকটা আলস্যও কাজ করে। বলা ভাল এই আলস্য এঁদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
    • তবে এঁদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতাও থাকে।
    • যুক্তির থেকে আবেগের গুরুত্ব এঁদের কাছে বেশি।
    • নিজের গণ্ডী ভেঙে এমন কোনও লক্ষ্যের দিকে এঁরা তাকাতেই চায় না যাতে ভয় উদ্রেক হতে পারে।
    • ব্যক্তিগত উন্নতির কারণেও এঁরা ততটুকুই করতে রাজি যতটা এঁদের সজ্ঞাত বোধ করতে বলে।
    advertisement
    view comments
    বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
    Numerology Suggestions: আপনার জন্মদিন ১১ তারিখ? আবেগপ্রবণতার সঙ্গে এই দোষটিও আপনার পিছু ছাড়বে না! জানুন
    Next Article
    advertisement
    'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
    'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
    • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

    VIEW MORE
    advertisement
    advertisement