Numerology Suggestions for the week: কেমন কাটবে গোটা সপ্তাহ? কার ভাগ্যে লক্ষ্মীলাভ? দারুণ চমক! যা বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Suggestions for the week: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে কার ভাগ্যে কী রয়েছে!

সংখ্যাতত্ত্ব
সংখ্যাতত্ত্ব
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আইকিউ থাকবে তুঙ্গে। আর তা সাফল্যও বয়ে আনবে। কারও সাহায্য ছাড়াই স্বাধীন ভাবে কাজ করতে হবে।
শুভ রঙ: হলুদ এবং কমলা
advertisement
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১
দান: অনুগ্রহ করে আশ্রমে মুগ ডাল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
মানসিক চাপ কাটানোর জন্য পরিবার কিংবা বন্ধুদের সাহায্য নিতে হবে। বাকি সব কিছু ঠিকঠাকই থাকবে।
advertisement
শুভ রঙ: সাদা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: অনুগ্রহ করে মন্দিরে সাদা তিল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
এই সময় প্রশংসা এবং পুরস্কার মিলবে। সিঙ্গেলদের জন্য খুব শীঘ্রই বিবাহযোগ তৈরি হতে পারে।
শুভ রঙ: বেগুনি
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে গবাদি পশুদের কাঁচকলা দান করুন
advertisement
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
কৃষি কিংবা বাণিজ্যিক সম্পত্তি খাতে বিনিয়োগ করার আদর্শ সময় এটাই। সন্তানের জন্য গর্বিত বোধ করতে পারেন।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৫ এবং ৬
দান: অনুগ্রহ করে এক বন্ধুকে তুলসী গাছ দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
ধীরে ধীরে সমস্যার জটিলতা কমবে এবং ভাগ্য সহায় হবে। আর্থিক লাভের যোগ প্রবল। এমনকী আমদানি-রফতানি সংক্রান্ত বিনিয়োগ থেকে রিটার্ন আসতে পারে।
advertisement
শুভ রঙ: সবুজ
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে পশুদের দুগ্ধ দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
সুযোগ ধীরে ধীরে সামনে আসবে। বৈবাহিক প্রস্তাবের উপর গুরুত্ব আরোপ করতে হবে। মহিলাদের প্রয়াস প্রশংসিত হবে।
advertisement
শুভ রঙ: গোলাপি এবং বেইজ
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের চিনি দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
পারিবারিক জীবন সুন্দর থাকবে। আত্মীয়স্বজন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বসের পরামর্শ মন দিয়ে শুনে তা অনুসরণ করতে হবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
advertisement
শুভ সংখ্যা: ৭ এবং ৯
দান: অনুগ্রহ করে অনাথাশ্রমে মৌরি দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
জেদী মনোভাব ভেঙে বেরিয়ে এসে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। আর্থিক লাভের যোগ মোটামুটি থাকবে। নানা কারণে মানসিক চাপ থাকতে পারে।
advertisement
শুভ রঙ: পার্পল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে অভাবগ্রস্ত মানুষকে ছাতা দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
সঙ্গীরা একে অপরের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। প্রেমে পড়লে ভালোবাসার মানুষকে নিজের অনুভূতির কথা জানাতে হবে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে দরিদ্র শিশুদের ডালিম অথবা আপেল দান করুন
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions for the week: কেমন কাটবে গোটা সপ্তাহ? কার ভাগ্যে লক্ষ্মীলাভ? দারুণ চমক! যা বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement