Numerology Special Article: দ্বন্দ্ব-মধুর সম্পর্কের জন্য আদর্শ এই দুই সংখ্যার জুটি! জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Special Article: সংখ্যা ২-এর সঙ্গে সংখ্যা ৯-এর জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে

দ্বন্দ্ব-মধুর সম্পর্কের জন্য আদর্শ এই দুই সংখ্যার জুটি!
দ্বন্দ্ব-মধুর সম্পর্কের জন্য আদর্শ এই দুই সংখ্যার জুটি!
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সেই হিসেবে জাতক-জাতিকার সঙ্গে কোন সংখ্যার জাতক-জাতিকার প্রেম সম্পর্ক সুখের হবে, তাও বলে দিতে পারে সংখ্যাতত্ত্ব।
সংখ্যা ২-এর (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে) সঙ্গে সংখ্যা ৯-এর (যাঁদের জন্ম ৯, ১৮, এবং ২৭ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
advertisement
সংখ্যাতত্ত্ব অনুযায়ী সংখ্যা ৯ –এর মধ্যে স্বকীয় ভাবে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। অন্যদিকে সংখ্যা ২-এর জাতক-জাতিকারা খানিকটা অনুগত স্বভাবের হয়ে থাকে। ফলে এক নজরেই মনে হতে পারে সংখ্যা ৯ এবং সংখ্যা ২-এর মধ্যে একটা আদর্শ সম্পর্ক তৈরি হওয়া মতো সমস্ত গুণাগুণ রয়েছে। কিন্তু এইটুকুই সব নয়।
advertisement
আসলে সত্যিই এই দুই সংখ্যার মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। যেমন এঁরা উভয়েই খুব দয়ালু, খুব ভাল ভাবে সকলের সঙ্গে মিশতে পারেন, চাহিদাও স্বল্পষ এঁরা সব সময় বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকতে ভালবাসেন, সকলকে সাদরে গ্রহণ করতে পারেন। পাশাপাশি এঁদের মধ্যে একটা সমাজসেবার বাসনা থাকে, যা তাঁদের মানসিক শান্তি দেয়। এঁরা ইতিবাচক মনোভাব পোষণ করেন, যেকোনও হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি রাখেন। ফলে পরস্পরের জন্য এঁরা খুবই উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারেন।
advertisement
সংখ্যা ২ সব সময়ই তাঁদের সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, আত্মীয়, বন্ধুদের নিয়ে গর্ব অনুভব করেন। এঁরা সব সময় উৎসাহ নিয়ে চলেন, সেই উৎসাহ বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা খুবই স্বচ্ছ এবং আবেগপ্রবণ।
অন্যদিকে সংখ্যা ৯-এর জাতক-জাতিকারা একটু জটিল স্বভাবের হয়ে থাকেন। বাইরে থেকে এঁদের আন্তরিক অনুভূতিকে স্পর্শ করা প্রায় অসম্ভব। অনেক সময়ই এঁরা দ্বন্দ্বের কারণে পিছিয়ে পড়েন।
advertisement
কিন্তু সব থেকে ভাল বিষয় হল, সংখ্যা ২ যদি সম্পর্ক নিয়ে মন খারাপ করে, তবে পরিস্থিতি শান্ত করার মতো ক্ষমতা সংখ্যা ৯-এর থাকে। এঁরা পরস্পরকে একটা শান্ত সমর্থন দিয়ে যেতে পারেন সব সময়। পরস্পরকে খুশি করতে হলে ঠিক কী করতে হবে এঁরা দু’জনেই জানেন খুব ভাল। অনেক সময়ই এঁরা সরাসরি নিজেদের মনের কথা বলে ফেলেন। সেটাই সম্পর্কের ভিত্তি।
advertisement
প্রয়োজনের সময় এঁরা পরস্পরের জন্য মানসিক শুশ্রূষা করতেও পারেন সফল ভাবে।
যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁরা এগিয়ে যেতে পারেন। তবে সফল সম্পর্কের জন্য বিবাহিত দম্পতিদের অবশ্যই যাবতীয় দ্বন্দ্ব ভুলে যাওয়া প্রয়োজন।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: দ্বন্দ্ব-মধুর সম্পর্কের জন্য আদর্শ এই দুই সংখ্যার জুটি! জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement