Money Mantra: আজই আটকে থাকা টাকা ঢুকবে হুহু করে! নাকি খরচ হবে জলের মতো? রাশি মিলিয়ে জানুন নিজের অর্থভাগ্য
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আর্থিক চুক্তির পূর্বে কাগজপত্র খতিয়ে দেখা দরকার।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে অভাবীকে সহায়তা করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সুবিবেচনা কাম্য।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ সামগ্রী দান করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষায় মনোযোগী হতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে ভগবান শিবকে জল নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আর্থিক বিষয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে যোগাসন প্রাণায়াম অভ্যাস করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাজের চাপ বাড়লেও আর্থিক সাফল্য করায়ত্ত হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশের আরাধনা করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আর্থিক বিষয়ে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের জলাভিষেক করুন।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
দীর্ঘ পরিকল্পিত আর্থিক সাফল্য অবশেষে করায়ত্ত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমান মন্দিরে ঘৃতদীপ নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করলে মুশকিলে পড়তে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
advertisement
আর্থিক বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ মেনে চললে লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীবিষ্ণুর আরাধনা করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আর্থিক ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে বৃদ্ধাশ্রমে কম্বল দান করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সামান্যতম অমনোযোগও আর্থিক ক্ষতির কারণ হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে রুটি নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আর্থিক বিষয়ে প্রতিকূলতা এলেও বুদ্ধি খাটিয়ে সামাল দেওয়া যাবে।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবকে জল নিবেদন করুন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2024 7:15 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আজই আটকে থাকা টাকা ঢুকবে হুহু করে! নাকি খরচ হবে জলের মতো? রাশি মিলিয়ে জানুন নিজের অর্থভাগ্য