Money Mantra: ১৯ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
সুনাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আর্থিক লাভও।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে দরিদ্রকে খাদ্য দান করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আর্থিক বিষয়ে পরিকল্পনা মতোই লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্বেত রেশম বস্ত্র দান করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
আটকে থাকা টাকা ফেরত আসতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ কোনও সামগ্রী দান করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আর্থিক বিষয় দুর্বল হয়ে পড়তে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে পিতামাতার আশীর্বাদ গ্রহণ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক সিদ্ধ হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
এখন টাকা ধার দেওয়া উচিত হবে না।
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের ময়দার ডেলা নিবেদন করুন।
advertisement
আর্থিক লেনদেনে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
উদ্ভাবনী ক্ষমতা আর্থিক লাভের মুখ দেখাবে।
প্রতিকার – অনুগ্রহ করে বিষ্ণুসহস্রনাম পাঠ করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
উপার্জনের বিকল্প উৎস সহজেই ধরা দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে অভাবীকে সহায়তা করুন।
advertisement
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অংশীদারিত্ব বিপুল লাভের মুখ দেখাবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আর্থিক বিষয়ে তাড়াহুড়ো ঝুঁকির কারণ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব জপমালা পাঠ করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
advertisement
আর্থিক ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটি শুভ।
প্রতিকার – অনুগ্রহ করে শনি চালিসা পাঠ করুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ১৯ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement