Mangal Gochar: শীঘ্রই ঘটতে চলেছে মঙ্গলের গোচর; যা সমস্যা ডেকে আনতে পারে এই সব রাশির জাতক-জাতিকার জীবনে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
জেনে নেওয়া যাক, কোন রাশির জন্য মঙ্গলের এই গোচর সমস্যা ডেকে আনতে পারে।
কলকাতা: ১৩ নভেম্বর, রবিবার রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল গ্রহ। আর জ্যোতিষশাস্ত্র মতে, যখন একটি গ্রহ রাশি পরিবর্তন করেন, তখন তা সব ক’টি অর্থাৎ ১২টি রাশির জীবনেই কোনও না-কোনও প্রভাব ফেলে। ফলে মঙ্গল গ্রহের গোচর কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ভাল ফলদায়ক হবে, তো আবার কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আনতে পারে।
সমস্ত গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মিথুন রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। মঙ্গল গ্রহকে আসলে বীরত্ব, সাহস, শৌর্য, ক্রোধ, যুদ্ধ, শত্রু, অস্ত্র ইত্যাদির কারণ বলে গণ্য করা হয়। তা-হলে জেনে নেওয়া যাক, কোন রাশির জন্য মঙ্গলের এই গোচর সমস্যা ডেকে আনতে পারে।
মেষ রাশি:
advertisement
advertisement
মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন মঙ্গল গ্রহ। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। যদি কেউ কোনও খাতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তা-হলে সেটা একটু সাবধানে করতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেই সঙ্গে কথাবার্তার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে। না-হলে পরিবারের সঙ্গে বিবাদ ঘটতে পারে।
advertisement
মিথুন রাশি:
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। সম্পর্কের মধ্যেও কিছুটা তিক্ততা আসতে পারে। যদি কোনও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা-হলে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের আচরণের ক্ষেত্রেও সামান্য পরিবর্তন আসতে পারে। তাই কোনও কথা বলার আগে ভেবে নিতে হবে, কথাবার্তাতেও সংযম রাখা বাঞ্ছনীয়।
advertisement
তুলা রাশি:
তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি ডেকে আনতে পারে মঙ্গলের এই গোচর। কোনও কাজের ক্ষেত্রে এঁদের বেশি পরিশ্রম করতে হতে পারে। এমনকী, তৈরি হতে পারে মানসিক চাপও। এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে অন্যের বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ এই বিষয়টা এই রাশির জাতক-জাতিকার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
advertisement
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু সমস্যা বয়ে আনতে পারে মঙ্গলের গোচর। বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে। তাই বিনিয়োগ করার আগে একটু ভাবনা-চিন্তা করতে হতে পারে। দাম্পত্য জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। সকলকে বিশ্বাস করলে চলবে না।
advertisement
(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 Bangla-র নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 10:38 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar: শীঘ্রই ঘটতে চলেছে মঙ্গলের গোচর; যা সমস্যা ডেকে আনতে পারে এই সব রাশির জাতক-জাতিকার জীবনে