Malmas 2023: আজ থেকে মলমাস শুরু, মাঙ্গলিক কাজ নিষিদ্ধ! উপোস করে পূজা করা যাবে?
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Malmas 2023: এবারের শ্রাবণ মাস ৫৯ দিনের অর্থাৎ ২ মাস পর্যন্ত স্থায়ী হবে।
কলকাতা: আজ অর্থাৎ ১৮ জুলাই থেকে মলমাস শুরু হচ্ছে। শুরু হয়েছে শ্রাবণ মাসও। পুরো শ্রাবণ মাস জুড়েই ভক্তরা ভোলানাথের পূজায় মগ্ন থাকেন। এবারের শ্রাবণ মাস ৫৯ দিনের অর্থাৎ ২ মাস পর্যন্ত স্থায়ী হবে।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবার পুরুষোত্তম মাস শ্রাবণের সঙ্গে যুক্ত হওয়ায় এই অতিরিক্ত মাসটি মলমাস নামেও পরিচিত।
এটি আগামী ১৬ অগাস্ট পর্যন্ত স্থায়ী হবে। এর মধ্যে বেশ কয়েকটি সোমবারও পড়বে। মলমাসে মাঙ্গলিক কাজ নিষিদ্ধ। এমতাবস্থায় অনেক শিবভক্তরাই এর মধ্যে সোমবার উপবাস করা উচিত কি না তা নিয়ে বিভ্রান্ত। উল্লেখ্য এবার শ্রাবণ আগামী ২ মাস পর্যন্ত বিস্তৃত থাকবে। এর কারণে মলমাসের ৪টি সোমবার-সহ এবারের শ্রাবণে মোট ৮টি সোমবার রয়েছে। এমতাবস্থায় অনেকেই শ্রাবণ মাসের প্রথম ২টি সোমবারে উপবাস রাখার কথা ভাবছেন, মাঝখানে ৪টি সোমবার বাদ দিয়ে শেষে বাকি ২টি সোমবার উপবাস পালন করবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন
এই বিষয়ে পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা জানিয়েছেন, মলমাসের সোমবার উপবাস পালনে কোনও ক্ষতি নেই। পণ্ডিত মনোৎপল ঝা আরও জানিয়েছেন যে, শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয়। এই মাসে ভোলানাথের আরাধনা করলে তাঁর কাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। শ্রাবণের মোট ৮টি সোমবারেই ভক্তরা উপবাস পালন করতে পারেন।
advertisement
আরও পড়ুন: ভারতের ধনী রাজ্য কোনটি জানেন? পশ্চিমবঙ্গের অবস্থান জানলে চমকে যাবেন!
পণ্ডিতজির মতে, মলমাসের সোমবারে উপবাস করলে কোনও ক্ষতি তো হয়ই না বরং পূজা করলে অবশ্যই শুভফল পাওয়া যায়। যাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন তাঁরা যে কোনও সময়েই নিষ্ঠাভরে ঈশ্বরের পূজা করলে উপকার পাবেন। পণ্ডিতজি জানিয়েছেন, ভক্তদের এই সময় ভোলানাথকে বেলপত্র নিবেদন করে পুজা করা উচিত। বেলপত্রে ওম লিখে ভোলানাথকে অর্পণ করলে তিনি মনের বাসনা পূর্ণ করবেন।
advertisement
পণ্ডিত মনোৎপল ঝার মতে, শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয়। এই মাসে ভোলানাথের আরাধনা করলে সর্বমনস্কামনা পূর্ণ হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 6:00 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Malmas 2023: আজ থেকে মলমাস শুরু, মাঙ্গলিক কাজ নিষিদ্ধ! উপোস করে পূজা করা যাবে?