হোম /খবর /জ্যোতিষকাহন /
Q দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Numerology Special Article: Q দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

  • Share this:

কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

দেখে নেওয়া যাক ইংরেজি Q অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!

আরও পড়ুন: বিরাট খবরের সম্ভাবনা! রান্নার গ্যাসের সিলিন্ডার ৫০০ টাকা! বাড়ি পৌঁছবে চিঠিও

- নামের আদ্যাক্ষর Q হলে জাতক-জাতিকা সত্যবাদী হন। জীবন চলে নিষ্ঠা মেনে।- প্রাথমিকভাবে নামের আদ্যক্ষরে Q থাকার অর্থ সেই মানুষের জীবনের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। যাই হয়ে যাক না কেন, এঁরা লক্ষ্যের সঙ্গে আপোস করেন না। মূল্যবোধ ধরে রাখেন। নীতি মেনে চলেন।

- সাধারণত এঁরা পড়াশোনায় ভাল হন। বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে ঝোঁক থাকে।- এঁদের ব্যক্তিত্ব শান্ত প্রকৃতির। ধীশক্তির অধিকারী হন। কখনওই অযৌক্তক কাজকর্মে জড়ান না। এই গুণগুলো নির্ধারিত লক্ষ্য অর্জনে সহায়তা করে।- দক্ষ নেতা হন। অনুগত্যে বিশ্বাস করেন। পণ্ডিত এবং শিক্ষাবিদ তো বটেই, চিন্তাবিদ, দার্শনিক, লেখক বা সঙ্গীতঙ্গ হওয়ার ক্ষমতা রয়েছে এঁদের। তবে ব্যবসা থাকলে গোষ্ঠীবদ্ধ হওয়াই ভাল। চাকরির বদলে নিজস্ব ব্যবসা বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য নতুন বছরে জোর ধাক্কা! জানুয়ারি থেকে কমছে টাকা

সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:

শুভ রঙ - নীল এবং ধূসর, তা সঙ্গে রাখতে হবে।

শুভ সংখ্যা - ৫ এবং ৬।

বাড়ি থেকে বেরনোর আগে গুরুজন এবং পূর্বপুরুষদের পা ছুঁয়ে প্রণাম করতে হবে।

মদ্যপান বন্ধ করতে হবে। আমিষ খাবার ত্যাগ করাই বাঞ্ছনীয়।

পশুর চামড়া দিয়ে তৈরি পণ্য ব্যবহার বন্ধ করতে হবে।

বাড়ির চারপাশে সবুজ বাগান সৌভাগ্য বয়ে আনতে পারে।

পশুদের লবণাক্ত খাবার দান করা আবশ্যক।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Astrology, Horoscope, Numerology Suggestion, Zodiac Signs