Astrology: পাথর নিয়ে মানুষের মনে রয়েছে একাধিক মিথ, এগুলি আদৌ কতটা ঠিক? বিশেষজ্ঞের কথা কিন্তু চমকে দেবে
- Published by:Suman Biswas
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Astrology: এনিগমা ট্যারো ট্রাইব-এর সার্টিফায়েড ক্রিস্টাল হিলার এবং ট্যারো কার্ড রিডার কিশোরী সুদের সঙ্গে। ভুল ধারণা এবং সত্য ঘটনার বিষয়ে আলোকপাত করছেন তিনি।
আজকাল বহু মানুষেরই দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিস্টাল এবং সেমি-প্রেশাস স্টোন বা পাথর। তবে এই সমস্ত পাথরের ক্ষেত্রে কিছু মিথ বা ভুল ধারণা রয়েছে। তাই ব্রেসলেট, পেন্ডেন্ট, জিবু কয়েন অথবা খোদাই করা শিল্পকর্ম কেনার আগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তার জন্য আমরা কথা বলেছি, এনিগমা ট্যারো ট্রাইব-এর সার্টিফায়েড ক্রিস্টাল হিলার এবং ট্যারো কার্ড রিডার কিশোরী সুদের সঙ্গে। ভুল ধারণা এবং সত্য ঘটনার বিষয়ে আলোকপাত করছেন তিনি।
মিথ: সমস্ত ক্রিস্টাল অথবা সেমি-প্রেশাস স্টোন সাধারণত প্রাকৃতিক হয়।
সত্য: বেশিরভাগ পাথরই ল্যাবে তৈরি অথবা এর রঙ, স্বচ্ছতা এবং আয়ু বাড়াতে ল্যাবে প্রক্রিয়া করা হয়। কিছু বিক্রেতা বিষয়টি স্পষ্ট করে দেন, তো কেউ কেউ আবার করে না। তাই সব সময় যাচাই করতে হবে।
advertisement
মিথ: মূল্যবান পাথর সব সময় খাঁটি।
সত্য: পাথর খাঁটি কি না, তার গ্যারান্টি দেয় না দাম। কিছু কিছু বিক্রেতা সিন্থেটিক স্টোনের জন্য দাম বাড়িয়ে রাখে। তাই গবেষণা করে বিশ্বস্ত সূত্র থেকেই তা কেনা উচিত।
advertisement
মিথ: বড় পাথর মানেই ভাল। আসলে বড় পাথরের বেশি মেটাফিজিক্যাল উপাদান থাকে।
সত্য: কোনও ক্রিস্টালের এনার্জি এর আকৃতি দেখে বোঝা যায় না। ছোট এবং উচ্চ মানের ক্রিস্টাল বড় পাথরের মতোই কার্যকর।
মিথ: ক্রিস্টাল শরীরে ধারণ করার সঙ্গে সঙ্গেই তা কাজ করতে শুরু করে।
সত্য: ক্রিস্টাল আসলে এনার্জি ব্যালেন্স করে। এটি কাজ করতে বেশ সময় লাগে। তাই নিজেদের কাজ চালিয়ে যেতে হবে।
advertisement
মিথ: গাঢ় রঙের পাথর নেগেটিভ। ওবসিডিয়ান, ওনিক্স এবং ব্ল্যাক ট্যুর্ম্যালিনের মতো পাথরে থাকে ক্ষতিকর এনার্জি।
সত্য: গাঢ় রঙের পাথর প্রতিরক্ষামূলক। নেগেটিভ এনার্জি শোষণ করে তা স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! বলুন তো কে? নামটা শোনামাত্রই তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!
মিথ: চাঁদের আলোয় সমস্ত ক্রিস্টাল পরিষ্কার করা উচিত।
advertisement
সত্য: চাঁদের আলো এবং জল কিছু ক্রিস্টালের ক্ষেত্রে কার্যকর। কিন্তু সেলেনাইট অথবা পাইরাইটের মতো অন্য পাথর কিন্তু জলে নষ্ট হয়ে যেতে পারে। স্মাজিং, সাউন্ড ক্লিনজিং অথবা পিঙ্ক সল্টের মতো বিকল্পও কাজ করে।
মিথ: বার্থস্টোনই একমাত্র পাথর, যা আমাদের জন্য কাজ করে। অর্থাৎ এই সমস্ত পাথরেরই হিলিং বেনিফিট থাকে।
সত্য: বার্থস্টোনের পরম্পরাগত তাৎপর্য রয়েছে। আমাদের এনার্জির সঙ্গে মিল রয়েছে, এমন পাথরও উপযোগী হতে পারে।
advertisement
মিথ: ক্রিস্টাল ভাঙে না। আসলে ভাঙা ক্রিস্টাল দুর্ভাগ্য অথবা ব্যর্থতা আনে।
সত্য: ক্রিস্টাল প্রাকৃতিক উপাদান। যা চাপের ফলে ভেঙে যেতে পারে। তবে আধ্যাত্মিকতার দিক থেকে কিছু মানুষের বিশ্বাস, ভাঙা ক্রিস্টাল নিজের উদ্দেশ্য পূরণ করেছে।
মিথ: সবুজ পাথর সম্পদ ভাগ্য নিয়ে আসে।
সত্য: সবুজ পাথর প্রাচুর্যের প্রতীক। কিন্তু সম্পদ যে আসবে, তা নিশ্চিত নয়। এই পাথর উত্তেজনা কমানোর মতো কাজও করে।
advertisement
মিথ: সিন্থেটিক স্টোন বা ল্যাবে তৈরি স্টোনের কোনও এনার্জি নেই।
সত্য: সিন্থেটিক স্টোন মানুষের বানানো। তবে মনে করা হয় যে, প্রাকৃতিক ক্রিস্টালের মতো একই এনার্জেটিক ভাইব্রেশন বহন করে এই ধরনের স্টোন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology: পাথর নিয়ে মানুষের মনে রয়েছে একাধিক মিথ, এগুলি আদৌ কতটা ঠিক? বিশেষজ্ঞের কথা কিন্তু চমকে দেবে