নাগরিক বিল নিয়ে উত্তাল অসম, প্রশ্নে সর্বানন্দের 'জাতীয় নায়ক' ইমেজ

Last Updated:
#শিলচর: জাতীয় নাগরিক (সংশোধনী) বিল ঘিরে উত্তাল অসম৷ ব্রহ্মপুত্র উপত্যকায় রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ৷ যে 'জাতীয় নায়ক'-এর তকমা নিয়ে সরকারে এসেছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, সেই ইমেজ ধরে রাখাই এখন চাপ হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের৷
জাতীয় নাগরিক বিলটি আগামী ৭ জানুয়ারি সংসদে পেশ করা হবে৷ এই বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, 'দেশ ভাগের সময় ঘটা ভুলে প্রায়শ্চিত্ত৷' যদিও অসম জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে গিয়েছে বিলের বিরুদ্ধে৷ আজ অর্থাত্‍‌ সোমবার অসম জুড়ে ধিক্কার দিবস পালন করছে বিলের বিরোধীরা৷
advertisement
advertisement
স্ক‌ুল ও কলেজের পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন৷ বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকেরাও৷ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে নেমেছে কালাদিবস পালন করছে ৩০টিরও বেশি সংগঠন। এর মধ্যে রয়েছে আসু ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন।
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বেশকিছু সংশোধন আনা হয়েছে জাতীয় নাগরিক (সংশোধনী) বিলে। ২০১৪ পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের যে সব শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন এদেশে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
advertisement
AASU-র জেনারেল সেক্রেটারি লুরিন জ্যোতি গগৈয়ের কথায়, 'এই সরকার আমাদের সবাইকে ধোকা দিয়েছে৷' আগামী ৮ জানুয়ারি অসম বন্‌ধের ডাক দিয়েছে অসমে বিজেপি-র জোট শরিক AASU৷
বাংলা খবর/ খবর/দেশ/
নাগরিক বিল নিয়ে উত্তাল অসম, প্রশ্নে সর্বানন্দের 'জাতীয় নায়ক' ইমেজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement