Alipurduar News|| ছন্দে ফিরছে রাজাভাতখাওয়া-জয়ন্তী-বক্সা, শীত পড়তেই পাহাড়ে-জঙ্গলে পর্যটকদের ভিড়
- Published by:Shubhagata Dey
Last Updated:
Alipurduar Tourism at Winter: পর্যটনে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজাভাতখাওয়া,জয়ন্তী,বক্সা।পর্যটকেরা আসতে শুরু করেছেন এই স্থানগুলিতে।
#আলিপুরদুয়ার: পর্যটনে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সা। পর্যটকেরা আসতে শুরু করেছেন এই স্থানগুলিতে। একদিনের জন্য হলেও সন্তালাবাড়ি, জয়ন্তী এসে ঘুরে যাচ্ছেন পর্যটকেরা। এ দিকে বক্সা পাহাড়ে ট্রেকিং করে যেতেও দেখা যাচ্ছে পর্যটকদের। এই দেখে প্রতিটি হোম স্টে গুলো সাজিয়ে তোলা হয়েছে। এই সমস্ত এলাকার বনবস্তির বাসিন্দাদের পেশা পর্যটন নির্ভর করে।
আর এই পর্যটনের উপর নির্ভর করে থাকেন এই এলাকার বনবস্তি বাসিন্দারা। এ বারে পুজোর সময় বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া বিভিন্ন হোম স্টেতে এই সময় বুকিং হয়নি বললে চলে। গ্রিন ট্রাইবুনালের রায়ের পর পর্যটকেরা এই পর্যটনস্থলগুলিতে আসতেন না।
আরও পড়ুনঃ ৫ টাকায় পেট পুরে খাবার, তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে চালু হল মা ক্যান্টিন
গত ৩০ মে পরিবেশ আদালত রায়ে উল্লেখ করা হয়েছিল, বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে না। যদিও পরবর্তীতে এই রায়ের বিষয়ে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নেয় উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ। কিন্তু পরিবেশ আদালতের ৩০ মে যে রায় বেরিয়ে ছিল তা এতটা বেশি প্রচার পেয়েছে যে বক্সা এলাকার হোমস্টেগুলিতে থাকতে ভয় পাচ্ছিলেন পর্যটকরা। যার জন্য তারা বক্সা, রাজাভাতখাওয়া, চিলাপাতাতে আসতে চাইছিলেন না। তবে শীতের মরশুম আসতেই পর্যটকরা আসছেন এই এলাকাগুলিতে। বক্সা পাহাড়ে উঠে থাকছেন হোম স্টে গুলিতে। যারফলে মুখে হাসি ফুটেছে পর্যটকদের।
advertisement
advertisement
এই বিষয়ে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক তথা রাজাভাতখাওয়ার এক হোম স্টের মালিক লাল সিং ভুজেল জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন বিভিন্ন বনবস্তির বাসিন্দারা ছোটো ছোটো হোম স্টে খুলে জীবন যাপন করছে। তাদের কাছে অন্য কোনও পেশা নেই। কিন্তু পরিবেশ আদালতের রায়ের ফলে এই সমস্ত এলাকায় আসতে চাইছিলেন না পর্যটকরা। তারা অন্যত্র চলে যাচ্ছিলেন বেড়াতে। কিন্তু গত দু-সপ্তাহ ধরে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পর্যটকেরা ভয় কাটিয়ে আসছেন। কিছু পর্যটক হোম স্টে-তে থাকছেন।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
November 10, 2022 11:26 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| ছন্দে ফিরছে রাজাভাতখাওয়া-জয়ন্তী-বক্সা, শীত পড়তেই পাহাড়ে-জঙ্গলে পর্যটকদের ভিড়