Alipurduar News: স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুর পর বন্ধ পারিবারিক পেনশন, অসহায় পরিবার অথৈ জলে

Last Updated:

আলিপুরদুয়ারের স্বাধীনতা সংগ্রামী ললিত বাবুর মৃত্যুর ৩বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি প্রাপ্য পারিবারিক পেনশন। 

+
title=

#আলিপুরদুয়ার: দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা নিয়ে অমৃত মহোৎসব পালিত হল নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার জন্য যে কত টাকা খরচ হচ্ছে, তার কোনও হিসেব নেই। অথচ স্বাধীনতার পিছনে দেশজোড়া যাঁদের অবদান রয়েছে, তাঁদের মধ্যে একজন ললিতবাবুর পারিবারের আজ দিন কাটছে রেশনের চালের ভরসায়। ললিত বাবুর মৃত্যুর ৩বছর পেড়িয়ে গেলেও এখনও মেলেনি প্রাপ্য পারিবারিক পেনশন।
মাত্র ১৫ বছর বয়সেই দেশ মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন সশস্ত্র আন্দোলনে। যুবক ললিত তখন যেন ছিল ইংরেজ শাসকদের কাছে এক ত্রাশ। ললিত এবং তার দলবলকে শান্ত করতে তৎপর হয়ে উঠেছিল ইংরেজ প্রশাসন। দিনের পর দিন পালিয়ে পালিয়েই দিন কাটাতে হয়েছিল ললিত দেবনাথ কে। একাধিক বার ধরা পড়েন তিনি।
advertisement
advertisement
এমনকি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে একবার গুলিবিদ্ধও হন তিনি। অবশেষে আসে সেই সন্ধিক্ষণ। কোন ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতের আকাশে ওঠে এক নতুন সূর্য। ততকালীন কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকেই তাদের সম্মান জানানোর জন্য এক সান্মানিক ভাতা প্রদানের ঘোষণা করেন। সেই ভাতা দিয়েই এতদিন সংসার চলত ললিত দেবনাথের পরিবারের।
advertisement
আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি লাগোয়া মধ্য পারোকাটায় ললিত বাবুর বাড়ি। ১০১ বছর বয়সে মৃত্যু হয় ললিতবাবুর। তাঁর মৃত্যুর পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে স্বাধীনতা সংগ্রামীর পেনশন । তারপর সাড়ে তিন বছর অতিক্রান্ত হলেও আর তা মেলেনি। বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে ওই পরিবার। রেশনের চাল এবং ললিত বাবুর ছেলে সজল দেবনাথের সামান্য রোজগারের ওপরই চলছে চারজনের সংসার।ললিতবাবুর স্ত্রী রেণুদেবী বলেন, ও তো স্বাধীনতা সংগ্রামী ছিল। সেই হিসাবে যে পেনশন পেত, ওই দিয়ে চলত সংসার। ওর মৃত্যুর পর পারিবারিক পেনশন পাওয়ার কথা। কিন্তু তা মিলছে না।'
advertisement
 
ললিতবাবুর ছেলে সজল দেবনাথ জানালেন, পেনশনের 'খোঁজে' কত পরিশ্রম করতে হয়েছে তাঁকে। এখনও ঘোরাঘুরি চলছেই। যে অফিস যা যা কাগজ চেয়েছে তাই পাঠানো হয়েছে। সাড়ে তিন বছর কেটে গেলেও আজও মায়ের পেনশন চালু করা সম্ভব হয়ে ওঠেনি। স্বাধীনতার অমৃত মহোৎসবকে স্মরণীয় করে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের প্রোফাইলের ছবি বদলে ফেলছে তরুণ প্রজন্ম। সরকারি বেসরকারি দফতর গুলিতে সাজো সাজো রব। আর এসব জাঁকজমকের উলটোদিকে রয়েছেন কামাখ্যাগুড়ির ললিত দেবনাথের পরিবার। অর্ধাহারেই কাটাতে হচ্ছে তাদের।
advertisement
আলিপুরদুয়ার,কলকাতা, দিল্লি সবকটি অফিসের দোরে পৌঁছেও আজও চালু হয়নি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সম্মানিক ভাতা। এমনকি ভাতা পেতেও পড়তে হয়েছে দালালের খপ্পরে। কোন এক সরকারি অফিসের ফাইলের গেড়োতে আটকে রয়েছে স্বাধীনতা সংগ্রামী ললিত দেবনাথ এর পরিবারিক ভাতা। যার জট গত তিন বছরেও খোলেনি। সরকারের কাছে পরিবারের একটাই আরজি তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া হোক।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুর পর বন্ধ পারিবারিক পেনশন, অসহায় পরিবার অথৈ জলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement