Tribal Festival: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Tribal Festival: সারহুল উৎসব ঝাড়খণ্ডে বসবাসরত বহু উপজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশেষ করে ওরাওঁ উপজাতির কাছে এটি অতি গুরুত্বপূর্ণ
আলিপুরদুয়ার: আদিবাসী সম্প্রদায়ের মুন্ডা, ওঁরাও, বড়াই সহ বিভিন্ন উপজাতির মানুষেরা নৃত্য ও নাটকের মাধ্যমে তুলে ধরছেন তাঁদের জীবনযাত্রা।কালচিনি ময়দানে সারহুল উৎসবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা দেখতে জমছে ভিড়।
সারহুল উৎসব ঝাড়খণ্ডে বসবাসরত বহু উপজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশেষ করে ওরাওঁ উপজাতির কাছে এটি অতি গুরুত্বপূর্ণ। যদিও এই উৎসবে সামিল হন অন্যান্য উপজাতির মানুষেরা। এই দেশের আদিবাসী সম্প্রদায় বরাবরই প্রকৃতির পূজারী। সরহুল উৎসবের সময় তাঁরা শাল গাছের পুজো করে থাকেন। মনে করেন শাল গাছ আশ্রয় দেয়, আবহাওয়া থেকে রক্ষা করে এবং কাঠের জোগান দেয়। তাই তাকে মা রূপে পুজো করা হয়।
advertisement
advertisement
সারহুল উৎসবের উদ্যোক্তা ওমদাস লোহার জানান, এই উপলক্ষে পুজোর পাশাপাশি রোজ নাচ ও নাটকের আয়োজন করা হয়েছে। চলে মেলা। প্রতিদিন বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যনাট্য-এর মাধ্যমে দেখানো হবে বিভিন্ন জনজাতির জীবনযাত্রা। এর মধ্যে থাকছে চাষের আগে পুজো, নতুন বছরকে বরণ, মাছ শিকার সহ আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন আঙ্গিক। অজানা তথ্য জনসমক্ষে আসবে বলে জানান উদ্যোক্তারা।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 11:03 AM IST