Alipurduar News: প্লাস্টিক বন্ধে নয়া উদ্যোগ! বাসিন্দাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ দিচ্ছে ফালাকাটা পুরসভা

Last Updated:

কাপড়ের ব্যাগ প্রতিটি ফালাকাটাবাসীর হাতে পৌঁছে দেওয়ার ভাবনা ফালাকাটা পুরসভার।প্লাস্টিক বন্ধে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ফালাকাটা পুরসভা। সেজন্য প্রতিটি বাড়িতে দেওয়া হবে কাপড়ের ব্যাগ।

+
title=

#আলিপুরদুয়ার : কাপড়ের ব্যাগ প্রতিটি ফালাকাটাবাসীর হাতে পৌঁছে দেওয়ার ভাবনা ফালাকাটা পুরসভার। প্লাস্টিক বন্ধে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ফালাকাটা পুরসভা। সেজন্য প্রতিটি বাড়িতে দেওয়া হবে কাপড়ের ব্যাগ। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী বলেন, "ফালাকাটাকে দূষণ মুক্ত করতে প্লাস্টিক বন্ধ করতেই হবে। কাপড়ের ব্যাগ পৌঁছে দেওয়ার পরে কেউ প্লাস্টিকের ব্যাগ ব্যাবহার করলে জরিমানা করা হবে।" প্রাত্যহিক জীবনে যা যা ব্যবহার করা হয়,তার অধিকাংশই প্লাস্টিকের তৈরি।
প্লাস্টিক হচ্ছে কৃত্রিমভাবে তৈরি পলিমার, যা মূলত জীবাস্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক উপায়ে তৈরি করা হয়। পরিবেশে পচনরোধী প্লাস্টিকজাতীয় দ্রব্য, উপজাত, কণিকা বা প্লাস্টিকের দ্রব্য নিঃসরিত অণুর সংযোজন; যা মাটি,জল, বায়ুমণ্ডল, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, তাকে সাধারণভাবে প্লাস্টিকদূষণ বলা হয়। গত ৫০ বছরে পৃথিবীতে মাথাপিছু এক টনের বেশি প্লাস্টিকের দ্রব্য উৎপাদন করা হয়েছে। এসব পচনরোধী প্লাস্টিক বর্জ্যের শতকরা ১০ ভাগ পুড়িয়ে ধ্বংস করা হলেও বাকি ৯০ শতাংশের বেশি বিশ্ব পরিবেশকে নানাভাবে বিপন্ন করে তুলেছে।
advertisement
আরও পড়ুনঃ হ‍্যামিল্টনগঞ্জে অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার বনকর্মীদের
এসব ক্ষতিকর পচনরোধী বর্জ্য পরিবেশে ৪০০ থেকে ১ হাজার বছর পর্যন্ত থাকতে পারে এবং নানা রকম মাইক্রো বা ন্যানো কণা বা ক্ষতিকর পদার্থ নিঃসরণ করে প্রতিবেশে ও মানবস্বাস্থ্যে ভয়ংকর নেতিবাচক প্রভাব ফেলছে। ফালাকাটায় প্লাস্টিক পুরোপুরি বন্ধ করতে কাপড়ের ব্যাগ দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে।এই কাজে ফালাকাটা পুরসভাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।কাপড়ের ব্যাগগুলি তারা তৈরি করবে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্লাস্টিক বন্ধে নয়া উদ্যোগ! বাসিন্দাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ দিচ্ছে ফালাকাটা পুরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement