Alipurduar News: একাদশীতে ভাণ্ডানী পুজোয় মেতেছে আলিপুরদুয়ারের মানুষ! অবাক করবে এই পুজোর কাহিনি!
- Published by:Piya Banerjee
Last Updated:
Alipurduar News: জানুন এই পুজোর কাহিনি! মা দুর্গার দশহাত থাকলেও মা ভাণ্ডানী চতুর্ভূজা। ফের বোধনের সুর আলিপুরদুয়ারে!
#আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে উলটপুরাণ। সেখানে ফের বোধনের সুর শোনা যাচ্ছে। আসলে দুর্গাই রাজবংশী অধ্যুষিত এলাকায় পুজো পান ভাণ্ডানী রূপে। একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলিতে শুরু হয়েছে মা ভাণ্ডানীরূপে দেবীর আরাধনা। ফলত দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই সমৃদ্ধির দেবী ভাণ্ডানীর পুজো ঘিরে ফের উৎসবের আমেজ উত্তরবঙ্গে। শাস্ত্রমতে, দুর্গারই আরেকটি রূপ দেবী ভাণ্ডানী। মূলত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার এবং আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার বেশ কয়েকটি গ্রামে সমৃদ্ধির দেবী ভাণ্ডানীর পুজো হয়। এটি মূলত রাজবংশী সম্প্রদায়ের পুজো। তবে বর্তমানে ভাণ্ডানী পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে উত্তরবঙ্গের গ্রাম বাংলার সমস্ত ধর্ম-সম্প্রদায়ের মানুষ। উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলের বাসিন্দারা আবার দেবী ভাণ্ডানীর পুজো করে বনদুর্গা রূপে।
এই পুজো নিয়ে রাজবংশী সমাজে একটি সুন্দর লোককথা প্রচলিত রয়েছে।কথিত আছে,দশমীতে বিসর্জনের পর বাপের বাড়ি থেকে উত্তরবঙ্গের বণাঞ্চলের মধ্যে দিয়ে গ্রাম্য বধূ বেশে কৈলাশে ফিরছিলেন উমা। কিন্তু, রাতের অন্ধকারে অরণ্যের ভিতর দিয়ে যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেন তিনি। পথভ্রষ্ট গ্রাম্যবধূর কান্নার শব্দ শুনে ছুটে আসে রাজবংশী সমাজের কিছু লোক। তারা তাঁকে নিয়ে যায় নিজেদের গ্রামে। দেবী সেই রাত ওই গ্রামে কাটিয়ে একাদশীর দিন ফিরে যান কৈলাশে।
advertisement
advertisement
গ্রামবাসীদের আতিথ্যে তুষ্ট হয়ে, যাওয়ার আগে দেবী নিজের প্রকৃত পরিচয় দেন এবং গ্রাম-বাংলার মানুষের শস্যের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকার বর দিয়ে যান। সেই থেকেই ভাণ্ডানী পুজোর সূচনা। ডুয়ার্সের আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবড়ী এলাকায় দুর্গা পুজিত হয় মা ভাণ্ডানী রুপে। মা দুর্গার দশহাত থাকলেও মা ভাণ্ডানী চতুর্ভূজা।নেই অসুর। জেলার বেশ কিছু গ্রামে সমৃদ্ধির দেবীর পুজোকে ঘিরে ফের উৎসবের আমেজ। আলিপুরদুয়ার শহর লাগোয়া পূর্ব ভোলার ডাবরি গ্রামে এই পুজো এবার ১১৫ বছরে পড়ল।মানুষদের বিশ্বাস বাপের বাড়ি আরও একদিন অন্যরূপে থাকার অনুমতি পেয়েছিলেন মা দুর্গা।পুজা কমিটির সদস্যরা জানান এই পুজো আমাদের পূর্বপুরুষরা সূচনা করেন। এই পুজোর সময় গ্রামের সব মেয়েরা ও ছেলেরা যে যেখানেই থাকুন তারা বাড়িতে ফেরেন।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
First Published :
October 06, 2022 8:34 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: একাদশীতে ভাণ্ডানী পুজোয় মেতেছে আলিপুরদুয়ারের মানুষ! অবাক করবে এই পুজোর কাহিনি!