Alipurduar News- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের স্মৃতি নিয়ে বাড়ি ফিরলেন আলিপুরদুয়ারের গৌরব 

Last Updated:

বাড়ি ফিরলো ইউক্রেনে মেডিক্যাল পাঠরত ছাত্র গৌরব কুমার

+
বাড়ি

বাড়ি গিয়ে দেখা করে এলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

#আলিপুরদুয়ার: উৎকণ্ঠায় প্রহর গুনছিলেন বাবা মা। ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত চিত্র দেখে কার্যত ভেঙে পড়েছিলেন সবাই। শেষ পর্যন্ত ছেলে বাড়ি ফেরার খবর পেয়ে আত্মহারা আলিপুরদুয়ার জংশনের এই পরিবার। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলো ইউক্রেনে মেডিক্যাল পাঠরত ছাত্র গৌরব কুমার। দ্বিতীয় বর্ষের মেডিক্যাল এর ছাত্র গৌরব কুমার আলিপুরদুয়ারের জংশনের লেনিন কলোনির বাসিন্দা। গৌরবের বাবা পেশায় রেলকর্মী। ছেলের ফিরে আসার খবর পেয়েই প্রতিবেশীর ভিড় উপচে পড়ে ছেলেকে স্বাগত জানাতে । গৌরব জানান , ২৭ তারিখ ইউক্রেন বর্ডার পার করে রোমানিয়া প্রবেশ করে। মাইনাস ডিগ্রী তাপমাত্রায় থাকতে হয় কিছু দিন রোমানিয়ায়। তৎপরতার সাথে ভারত সরকারের বিদেশ মন্ত্রক উদ্ধার করে তাদের। সব সময় খোঁজ রাখে বিদেশ মন্ত্রক। এরপর ১ তারিখ দিল্লীর বিমানে রওনা হয় তারা। এরপর বাগডোগরা এয়ারপোর্ট থেকে সোজা আলিপুরদুয়ারের বাড়িতে ফেরে প্রশাসনের সহায়তায়।
গৌরবের বাবা প্রশান্ত কুমার জানান, সবার প্রার্থনায় ছেলে বাড়ি ফিরেছে। আরও যে সমস্ত পড়ুয়ারা সেখানে আটকে আছে তাদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেন তিনি । এদিন তিনি ভারত সরকার সহ জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিন রাতেই খবর পেয়ে গৌরবের সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, "স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন পাই যে রোমানিয়া থেকে দিল্লী হয়ে বাগডোগরার পথে আলিপুরদুয়ার ঢুকছে এক ছাত্র।" তিনি জানান, "রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে প্রচুর ছাত্র ছাত্রী পড়াশোনা করতে গিয়ে আটকে যায়। যুদ্ধ কালীন তৎপরতায় দেশের প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। গৌরব আজ ফিরেছে, তারজন্য আমরা অত্যন্ত খুশি।"উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হয় ইউক্রেনের উপর। আর তখন থেকেই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে। তৈরি হয়েছে ‘অপারেশন গঙ্গা’র । প্রসঙ্গত, যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে এই অপরাশেন চালু করেছে ভারত সরকার। যেহেতু ইউক্রেনের আকাশপথ বন্ধ, ভারত তাই হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া থেকেই ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছে।
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের স্মৃতি নিয়ে বাড়ি ফিরলেন আলিপুরদুয়ারের গৌরব 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement