আলিপুরদুয়ার: শুক্রবার সাত সকালে দলসিংপাড়া চা বাগানে উল্টে গেল পণ্যবাহী গাড়ি। হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই দুর্ঘটনায় কেউ তেমন একটা আহত হননি।
আরও পড়ুন: 'স্বস্তির' বৃষ্টিতে মাথায় হাত চাষিদের
আলিপুরদুয়ারের জয়গাঁগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখান দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এলাকায় একটি ট্রাফিক পুলিশ ক্যাম্প আছে। তবুও একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। ফলে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জয়গাঁর দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী গাড়ি। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দলসিংপাড়া চা বাগানে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ওই গাড়ির চালককে উদ্ধার করেন।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির চালকের সামান্য আঘাত লেগেছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারাদিন এই এলাকা দিয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে চলাচল করে গাড়ি। তার ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা রাস্তায় স্পিডোমিটার বসানোর দাবি জানান। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিয়ে যায়।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news