Alipurduar News: সাতসকালে চা বাগানে উল্টে গেল পণ্যবাহী গাড়ি

Last Updated:

শুক্রবার সকালে জয়গাঁর দিকে যাচ্ছিল একটি পণ‍্যবাহী গাড়ি। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দলসিংপাড়া চা বাগানে উল্টে যায়।

আলিপুরদুয়ার: শুক্রবার সাত সকালে দলসিংপাড়া চা বাগানে উল্টে গেল পণ্যবাহী গাড়ি। হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই দুর্ঘটনায় কেউ তেমন একটা আহত হননি।
আলিপুরদুয়ারের জয়গাঁগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখান দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এলাকায় একটি ট্রাফিক পুলিশ ক‍্যাম্প আছে। তবুও একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। ফলে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জয়গাঁর দিকে যাচ্ছিল একটি পণ‍্যবাহী গাড়ি। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দলসিংপাড়া চা বাগানে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ওই গাড়ির চালককে উদ্ধার করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির চালকের সামান্য আঘাত লেগেছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারাদিন এই এলাকা দিয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে চলাচল করে গাড়ি। তার ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা রাস্তায় স্পিডোমিটার বসানোর দাবি জানান। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিয়ে যায়।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সাতসকালে চা বাগানে উল্টে গেল পণ্যবাহী গাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement