'এয়ার ইন্ডিয়া'-র বিমানে যান্ত্রিক ত্রুটি ! জরুরি অবতরণ করানো হল দিল্লি-সিঙ্গাপুরগামী বিমানকে
Last Updated:
'এয়ার ইন্ডিয়া'-র বিমানে যান্ত্রিক ত্রুটি ! জরুরি অবতরণ করানো হল দিল্লি-সিঙ্গাপুরগামী বিমানকে
#নয়াদিল্লি: 'এয়ার ইন্ডিয়া'-র বিমানে দেখা দিল যান্ত্রিক ত্রুটি ! ফলে, জরুরি অবতরণ করানো হয় দিল্লি-সিঙ্গাপুরগামী বিমানটিকে। 'এয়ার ইন্ডিয়া' কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানটি টেক অফ করার পর বিমানচালক বুঝতে পারেন, বিমানে যান্ত্রিক গোলযোগ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এটিসির সঙ্গে যোগাযোগ করেন।
রাত সাড়ে ১২টা নাগাদ জরুরি অবতরণ করানো হয় দিল্লি-সিঙ্গাপুরগামী ওই বিমানটিকে। জানা গিয়েছে, বিমানে ছিলেন ২৫০ জন যাত্রী। তাঁদের অন্য বিমানে স্থানান্তরিত করা হয়। কিন্তু ঠিক কী কারণে যান্ত্রিক গোলযোগ হয়েছিল? খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া-র টেকনিক্যাল ও মেকানিক্যাল টিম-এর সদস্যরা।
advertisement
Location :
First Published :
July 17, 2018 9:23 AM IST