নাকে নল নিয়ে কাজে গোয়ার মুখ্যমন্ত্রী, আবেগে ভাসলো সোশ্যাল মিডিয়া
Last Updated:
#পানাজি: অনেকদিন পর জনসমক্ষে এলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ৷ অসুস্থতার পর এই প্রথম এলেন নজরে ৷ একটি ব্রিজের পর্যবেক্ষণে দেখা গেল তাঁকে ৷ তবে তাঁর হাল দেখে এখন নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা ৷ কারণ তাঁর নাকে নল রয়েছে ৷ মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট ৷ প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন তিনি ৷ চলছে চিকিৎসাও ৷ প্রথমে বিদেশে পরে দিল্লির AIIMS-ও ভর্তি ছিলেন তিনি ৷ তারপর আবার মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বে ফিরেছেন ৷
advertisement
মনোহর পারিকরকে দেখা গেল মানডোবি নদীর ওপর তৈরি ব্রিজের পর্যবেক্ষণ করতে ৷ সেখানে উপস্থিত হয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন তিনি ৷ নাকে নল, হাটতেও লাঠির সাহায্য নিতে হয়েছিল তাঁকে ৷ ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ৷ আবেগে ভেসেছেন তাঁর সমর্থকরা ৷
advertisement
Location :
First Published :
December 17, 2018 2:07 PM IST