এমন অদ্ভুত সাজেই সামনে এলেন আমির, কিন্তু কেন ?

Last Updated:
মুম্বই: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’৷ প্রত্যাশামাফিক বক্সঅফিসে কামাল দেখাতে ব্যর্থ হয়েছে আমির খান অভিনীত এই ছবি ৷ তবু বেশ মজায়ে আছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ কর্মজীবনের প্রভাব কিন্তু ব্যক্তি জীবনে এক্কেবারেই পড়তে দেননি আমির ৷ আর তা বোঝা গেল তাঁর সাম্প্রতিক একটি পোস্ট থেকে ৷
ইনস্টাগ্রামে নিজেদের বেশ কিছু মজার ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই ছবিগুলিতে আমিরের পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে বিখ্যাত ‘অ্যাসটেরিক্স’ কমিক্সের নানা চরিত্রে। আমির-পুত্র ছোট্ট আজাদকে দেখা যাচ্ছে অ্যাসটেরিক্সের বেশে। আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও সেজেছেন যথাক্রমে ওবেলিক্স ও গেটাফিক্স। আরও মজার হল, তাঁদের পোষ্য কুকুরও আছে এই ছবিগুলিতে। ওবেলিক্সরূপী আমিরের কোলের কুকুরটিকে দেওয়া হয়েছে ওবেলিক্সেরই পোষ্যের নাম, ‘ডগম্যাটিক্স’।
advertisement

Obelix waits in line for the magic potion, while Asterix is drinking his dose.

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

advertisement
advertisement
বন্ধুদের জন্য আজাদের দেওয়া ‘অ্যাসটেরিক্স’ থিম পার্টির আয়োজনেই তার বাবা-মায়ের এমন সাজ বলে জানা গিয়েছে। আরও মজা করে কিরণ আজাদকে খাইয়ে দিচ্ছেন, এমন একটি ছবি পোস্ট করে আমির লিখেছেন যে, “অ্যাসটেরিক্স তার শক্তি বাড়ানোর স্যুপ খাচ্ছে। ওবেলিক্স এখনও অপেক্ষায়।”
And Obelix is refused the magic potion by Getafix!!! A post shared by Aamir Khan (@_aamirkhan) on
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এমন অদ্ভুত সাজেই সামনে এলেন আমির, কিন্তু কেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement