অম্বালা-দিল্লি রেলপথ অবরুদ্ধ করলেন একদল মহিলা বিক্ষোভকারী

Last Updated:

সোনিপত রেল স্টেশনে আম্বালা-দিল্লি রেল লাইনে এক বিশাল মহিলা যাত্রীবাহিনী রেল অবরোধ লাইন করে ।

#সোনিপত: সোনিপত রেল স্টেশনে অম্বালা-দিল্লি রেল লাইনে এক বিশাল মহিলা যাত্রীবাহিনী রেল অবরোধ করে । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে এক দল মহিলা রেল লাইনে বসে পড়েন । শুরু হয় মহিলাদের বিক্ষোভ । মহিলা বিক্ষোভকারীরা বলেন সোনিপত থেকে দিল্লি হাজার হাজার মহিলা নিত্যযাত্রী । তাই মহিলাদের জন্য বিশেষ একটি ট্রেন ছিল যা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় যাত্রী বিক্ষোভ ।
আরও জানা যায় মহিলা স্পেশাল ট্রেনটি আচমকা বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁদের দিন দিন যাতায়েতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ।  বারবার রেলের উচ্চপদস্থ কর্তাদের জানানোর পরেও কোন কাজ হয়নি । দিনের পর দিন এরকম যাত্রী হেনস্থার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । আজ তাঁরা সিদ্ধান্ত নেন এই অবরোধ ও বিক্ষোভের ।
advertisement
রেললাইন অবরুদ্ধ করে বিক্ষোভকারী মহিলারা জানান, আচমকা মহিলা স্পেশাল ট্রেনটি বাতিল হয়েছে তাই যতক্ষণ না সেই ট্রেনটি আবার ফেরত পাব ততক্ষণ বিক্ষোভ চলবে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
অম্বালা-দিল্লি রেলপথ অবরুদ্ধ করলেন একদল মহিলা বিক্ষোভকারী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement