অম্বালা-দিল্লি রেলপথ অবরুদ্ধ করলেন একদল মহিলা বিক্ষোভকারী
Last Updated:
সোনিপত রেল স্টেশনে আম্বালা-দিল্লি রেল লাইনে এক বিশাল মহিলা যাত্রীবাহিনী রেল অবরোধ লাইন করে ।
#সোনিপত: সোনিপত রেল স্টেশনে অম্বালা-দিল্লি রেল লাইনে এক বিশাল মহিলা যাত্রীবাহিনী রেল অবরোধ করে । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে এক দল মহিলা রেল লাইনে বসে পড়েন । শুরু হয় মহিলাদের বিক্ষোভ । মহিলা বিক্ষোভকারীরা বলেন সোনিপত থেকে দিল্লি হাজার হাজার মহিলা নিত্যযাত্রী । তাই মহিলাদের জন্য বিশেষ একটি ট্রেন ছিল যা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় যাত্রী বিক্ষোভ ।
আরও জানা যায় মহিলা স্পেশাল ট্রেনটি আচমকা বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁদের দিন দিন যাতায়েতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে । বারবার রেলের উচ্চপদস্থ কর্তাদের জানানোর পরেও কোন কাজ হয়নি । দিনের পর দিন এরকম যাত্রী হেনস্থার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে । আজ তাঁরা সিদ্ধান্ত নেন এই অবরোধ ও বিক্ষোভের ।
advertisement
রেললাইন অবরুদ্ধ করে বিক্ষোভকারী মহিলারা জানান, আচমকা মহিলা স্পেশাল ট্রেনটি বাতিল হয়েছে তাই যতক্ষণ না সেই ট্রেনটি আবার ফেরত পাব ততক্ষণ বিক্ষোভ চলবে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ।
advertisement
Location :
First Published :
April 05, 2018 11:37 AM IST