জাল নথি সহ গ্রেফতার এক বাংলাদেশি
Last Updated:
বেশ কিছুদিন ধরেই চলছিল আনাগোনা পুলিশের কাছেও খবর ছিল কিন্তু প্রতিবারই পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছেন তাঁরা ৷ এবার পুলিশের হাতে ধরা পড়ল মহম্মদ শোয়েব নামে এক বাংলাদেশিকে ৷ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর কলকাতা থেকে আগরতলায় যাওয়ার পথের গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৷
#কলকাতা: বেশ কিছুদিন ধরেই চলছিল আনাগোনা ৷ পুলিশের কাছেও খবর ছিল কিন্তু প্রতিবারই পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছেন অভিযুক্ত ৷ অবশেষে, পুলিশের হাতে ধরা পড়ল মহম্মদ শোয়েব নামে এক বাংলাদেশিকে ৷ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর কলকাতা থেকে আগরতলায় যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷
ধৃতের কাছ থেকে ভুয়ো নথি পাওয়া নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ধৃত মহম্মদ শোয়েবের কাছ থেকে জাল আধার কার্ডও উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার পেছনে কোনও গভীর ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
advertisement
ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শুরু হবে জিজ্ঞাসাবাদ ৷ সোমবার আদালতে তোলা হবে ৷ পুলিশের সন্দেহ, এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্র আছে কি না ?
Location :
First Published :
May 12, 2018 7:35 PM IST